Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

এগিয়ে আসছে আমফান, বন্ধ করে দেওয়া হল কলকাতা বিমানবন্দর

Updated :  Wednesday, May 20, 2020 12:08 PM

দিঘা থেকে আর মাত্র ১৭৭ কিলোমিটার দূরে অবস্থান করছে আমফান। কলকাতা থেকে ২৬০ কিলোমিটার দূরে আছে। ক্রমেই গতি বাড়িয়ে উত্তর ও উত্তর-পূর্ব অভিমুখে স্থলভাগের দিকে এগিয়ে আসছে সুপার সাইক্লোন। এই সাইক্লোনের থেকে রক্ষা পেতে বন্ধ করে দেওয়া হল কলকাতা বিমানবন্দর ও। বৃহস্পতিবার ভোর ৫ টা পর্যন্ত বন্ধ থাকবে বিমানবন্দরের সব কাজকর্ম।

বর্তমানে লকডাউনের জেরে দীর্ঘদিন বন্ধ রয়েছে যাত্রীবাহী বিমান পরিষেবা। কিন্তু কার্গো ও বন্দে ভারত মিশনের বিমানগুলি প্রতিনিয়ত ওঠানামা করছে। সেই কাজকর্ম গুলিই আগামীকাল ভোর ৫ টা পর্যন্ত বন্ধ রাখা হয়েছে। ছোট বিমানগুলিকেও সরিয়ে রাখা হয়েছে। ঘূর্ণিঝড় মোকাবিলায় তৎপর প্রশাসন। সমস্ত ক্ষেত্রে আগাম সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছে প্রশাসন।

এই প্রবল থেকে অতি প্রবল আকার নিয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। ওড়িশাতে ইতিমধ্যেই প্রবল ঝড় শুরু হয়েছে। সমুদ্রে জলোচ্ছাস বেড়ে চলেছে। দিঘাও ফুঁসছে। ক্রমেই দিঘার সমুদ্রে উত্তাল হচ্ছে। জলোচ্ছাসের দাপট বাড়ছে। এই ঝড়ের তান্ডবে লন্ডভন্ড হয়ে যেতে পারে দিঘার সুন্দর সৈকত।