করোনা আতঙ্ক : আগামী ৩১ শে মার্চ পর্যন্ত বন্ধ রাজ্যের সমস্ত স্কুল-কলেজ
ক্রমশ ভয়ঙ্কর হয়ে উঠছে করোনা ভাইরাস। কোভিড ১৯ -কে বিশ্ব মহামারির ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বিশ্বের ১২৩ টি দেশে ছড়িয়ে পড়েছে এই মারণ ভাইরাস। ভারতেও এই সংক্রমণের সংখ্যা ৮৩-তে ঠেকেছে। ইতিমধ্যে মৃত্যু হয়েছে ২ জনের। এই অবস্থায় সতর্ক হচ্ছে স্বাস্থ্য দপ্তর। সংক্রমণ ঠেকাতে তৎপর রয়েছে প্রশাসনও।
ইতিমধ্যে কেরালা ও মহারাষ্ট্রে ছুটি দেওয়া হয়েছে শিক্ষাপ্রতিষ্ঠানে। এবার সেই তালিকায় জুড়লো পশ্চিমবঙ্গের নাম। আগামী ১৬ ই মার্চ থেকে ৩১ শে মার্চ পর্যন্ত রাজ্যের শিক্ষাপ্রতিষ্ঠানগুলি বন্ধ রাখার নির্দেশ জারি করেছে প্রশাসন। নবান্ন সূত্রে খবর, আগামী ৩১ শে মার্চ পর্যন্ত সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ঘোষণার নির্দেশ দেওয়া হয়েছে। উচ্চ মাধ্যমিক পরীক্ষা সূচি অনুযায়ী শেষ হবে জানিয়েছে নবান্ন। তবে অন্যান্য সমস্ত পরীক্ষা স্থগিত করা হয়েছে।
আরও পড়ুন : ক্রমশ দাপট বাড়াচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা, বিকেলের পর রাজ্যে বৃষ্টির সম্ভাবনা
নবান্ন সূত্রে আরও জানা গেছে, আগামী ৩১ শে মার্চ পর্যন্ত প্রাথমিকভাবে শিক্ষাপ্রতিষ্ঠানগুলি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হলেও, পরবর্তী সময়ে পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত পরিবর্তন হতে পারে। যেকোন ধরনের জমায়েত থেকে সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা থেকেই এই নিষেধাজ্ঞা বলে জানা গেছে। একইসঙ্গে মাস্ক ও স্যানিটাইজারের ব্যবহার করার পরামর্শ দিয়েছে প্রশাসন।