Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা, যেসব জেলায় ঝেঁপে নামবে বৃষ্টি

Updated :  Tuesday, June 1, 2021 9:57 AM

এখনই কাটেনি বৃষ্টির ভ্রুকুটি। আগামী ২৪ ঘন্টায় কলকাতা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনার কথা উল্লেখ করেছেন আলিপুর আবহাওয়া দপ্তর। অফিসের সূত্রের খবর দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। উপকূলবর্তী এলাকায় বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, ফলে আজ বৃষ্টিতে ভাসতে পারে তিলোত্তমা।

আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, কলকাতা ছাড়াও, হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, দুই ২৪ পরগনা এবং পুরুলিয়াতে বৃষ্টিপাত হবে। ১ জুনের পরিবর্তে ৩ জুন কেরলে বর্ষা ঢুকছে। আবহাওয়াবিদরা বলছেন যশ ঘূর্ণিঝড়ের প্রভাবে মৌসুমী বায়ুর গতিপথে কিছুটা প্রভাব পড়েছে। ফলে এবারে ভারতের বৃষ্টির উপরেও এই ঘূর্ণিঝড়ের প্রভাব থাকবে।

তবে এখনও বলা যাচ্ছে না পশ্চিমবঙ্গে কতটা কি রকম বৃষ্টি হবে এ বছর। জুন মাসে যেরকম বায়ুপ্রবাহ চলবে, সেই নিরিখে বোঝা যাবে পশ্চিমবঙ্গে কি রকম বৃষ্টি হয়। সাধারণত আন্দামান কিংবা কেরলের মৌসুমী বায়ুর সঙ্গে এখানকার মৌসুমী বায়ুর তেমন একটা সম্পর্ক নেই।

তবে যশ ঘূর্ণিঝড়ের প্রভাবে এবছর কলকাতায় ব্যাপক বৃষ্টিপাত হয়েছে। গত মে মাসে ৩৮৮ মিলিমিটার বৃষ্টিপাত নিয়ে কলকাতা বর্তমানে বৃষ্টিপাতের রেকর্ডে একটা নতুন কীর্তিমান সৃষ্টি করেছে। আবহাওয়াবিদরা জানাচ্ছেন, ১২১ বছরে এতটা বৃষ্টি মে মাসে কলকাতায় হয়নি। অর্থাৎ, যশ ঘূর্ণিঝড়ের প্রভাব কলকাতার উপরে আমাদের প্রত্যাশা থেকেও অনেক বেশি পড়েছে।