শ্রেয়া চ্যাটার্জি : ২০২০ সাল লিপ ইয়ার। আমাদের প্রত্যেকেরই জানা এই লিপ ইয়ারের বছরগুলিতে আমরা ৩৬৫ দিন থেকে একটা দিন বেশি পাই। এই একটা বেশি দিনে অনেকেই জন্মগ্রহণ করেন কিন্তু তারা প্রতি বছর বছর সেলিব্রেট করতে পারেননা, তাদের সঠিক জন্মদিনের দিনে। কারণ তাদের জন্মের দিনটা যে চার বছর পর পর ঘুরে আসে সেই হিসাব কে মাথায় রেখেই ডরিস ক্লেইফে যিনি তার ১০০ বছর কে সেলিব্রেট করছেন ২৫ বছর হিসেবে। চার বছর অন্তর অন্তর হলে তার বয়স কিন্তু এখনো ২৫। খুব অবাক লাগছে না? তবে কিন্তু তার ১০০ বছরের জন্মদিনে ক্লেইফে নতুন বন্ধুর সঙ্গে এবং তার বাড়ির লোকেদের সাথে সময় কাটাতে চান।
চার বছর অন্তর অন্তর জন্মদিন পালন করা সত্যিই একটা অদ্ভুত বিষয়। বিশেষ করে এখনকার যুগের ছেলে মেয়েরা তো কিছুতেই তাদের জন্মদিন চার বছর অন্তর অন্তর করতে রাজি হবে না। কিন্তু জন্ম গ্রহণ করা তো আর কারোর হাতে নয়। তাই আপনার যদি জন্মদিন ঊনত্রিশে ফেব্রুয়ারি হয় আপনিও কি চার বছর অন্তর অন্তর জন্মদিন পালন করবেন?