দেশনিউজ

সিকিমে ভারত-চীনা সেনার মধ্যে হাতাহাতি, প্রকাশ্যে আসল ভিডিও

সম্প্রতি একটি পাঁচ মিনিটের ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে হাতাহাতির মধ্যেই এক চীনা সেনাকে সজোরে ঘুষি মারছে এক ভারতীয় সেনা।

Advertisement

গত সপ্তাহেই লাদাখের গালওয়ান উপত্যকায় চীন এবং ভারতীয় সেনার মধ্যে সংঘর্ষ হয়, যেখানে ২০ জন ভারতীয় জওয়ান শহীদ হন। এই ঘটনার এক সপ্তাহের মধ্যেই আবার চীনা সেনার সাথে ভারতীয় সেনার সংঘর্ষের ছবি সামনে এলো। এবারের ঘটনাটি ঘটেছে সিকিমে। সম্প্রতি একটি পাঁচ মিনিটের ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে হাতাহাতির মধ্যেই এক চীনা সেনাকে সজোরে ঘুষি মারছে এক ভারতীয় সেনা। পাশ থেকে মোবাইল ফোনে রেকর্ড করা হয়েছে ভিডিওটি। ভিডিওটিতে দুই দেশের সেনার মধ্যে তর্কাতর্কি হতেও দেখা গিয়েছে। দুই দেশের সেনার মুখে ‘গো ব্যাক’ এবং ‘ডোন্ট ফাইট’ জাতীয় শব্দও শোনা গিয়েছে।

যদিও ভিডিওটির সত্যতা সম্পর্কে যাচাই করা হয়নি। ভিডিওটি কবে তোলা সে বিষয়েও কোনো স্পষ্ট কিছু বলা যায়নি। তবে জানা যাচ্ছে, লাদাখের ঘটনার পর তোলা এই ভিডিওটি। ভিডিওটিতে আরও দেখা যাচ্ছে, এই ঘটনার কিছুক্ষণ পর আহত চীনা সৈনিকের অবস্থা সম্পর্কে খোঁজ নিচ্ছেন এক ভারতীয় সেনা অফিসার। প্রসঙ্গত, এই ভিডিওটি যেদিন সামনে এসে সেদিনই ভারত চীন দুই দেশের সামরিক স্তরে লাদাখের ঘটনা নিয়ে বৈঠক বসে।

গত ১৫ই জুন সোমবার, লাদাখের গালওয়ান উপত্যকায় ভারত এবং চীনা জওয়ানদের মধ্যে সংঘর্ষ হয়। সেখানে এক অফিসার সহ ২০ জন ভারতীয় জওয়ান শহীদ হন। ওই ঘটনায় ৪৫ জন চীনা সেনাও হতাহত হয়েছে বলেও জানা গিয়েছে।

Related Articles

Back to top button