সপ্তাহে টানা ৫ দিন বন্ধ থাকছে ব্যাংক, দেখে নিন ছুটির তালিকা
করোনা পরিস্থিতি সামলাতে এমনিতেই ব্যাঙ্কিং পরিষেবা এখন সর্বক্ষণ পাওয়া যাচ্ছেনা। তার মধ্যে আবার এই সপ্তাহে একটানা ৫ দিন ব্যাংকের শাখা বন্ধ থাকছে।
বর্তমানে ব্যাঙ্কিং পরিষেবা যে রকম অবস্থা যাতে সপ্তাহে এমন বেশ কিছুদিন থাকে যেখানে ব্যাংক ছুটি থাকছে। সাধারণত কোন বড় উৎসব থাকলে অথবা কোন ছুটির থাকলে ব্যাংক বন্ধ থাকে সেই দিন অন্যদিকে আবার বর্তমানে করোনাভাইরাস পরিস্থিতি চলছে। এই অবস্থায় আগে থেকে জেনে নেওয়া ভালো কোন দিন ব্যাংক ছুটি থাকবে, আর কোন দিন ব্যাংক পরিষেবা ঠিকঠাকভাবে পাওয়া যাবে। এই সপ্তাহে ৫ দিন ব্যাঙ্কিং পরিষেবা বন্ধ থাকছে। আসুন দেখে নেওয়া যাক এই দিনে তালিকা।
১. ১৭ জুলাই। এদিন ব্যাংক পরিষেবা বন্ধ থাকবে মূলত ত্রিপুরা এবং মেঘালয়ে। ত্রিপুরার আগরতলার এবং মেঘালয়ে শিলং এ মূলত ব্যাংক বন্ধ থাকবে তীরত সিং ডে বা খরছি ডে পালনের জন্য।
২. ১৮ জুলাই রবিবার, তাই আর বেশি কিছু বলার প্রয়োজন নেই।
৩. ১৯ জুলাই। এদিন গুরু রিম্পোচের থুঙ্গকার সেচু উপলক্ষ্যে সিকিমের রাজধানী গ্যাংটকে ব্যাঙ্কে গ্রাহক পরিষেবা বন্ধ থাকবে।
৪. ২০ জুলাই। এদিন বকরি ইদ উপলক্ষ্যে জম্মু, শ্রীনগর, কোচি এবং তিরুবনন্তপুরমে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
৫. ২১ জুলাই। এদিন আইজল, কোচি, ভুবনেশ্বর, তিরুবনন্তপুরম এবং গ্যাংটক বাদ দিয়ে বাকি ভারতে সর্বত্র ব্যাংক বন্ধ থাকবে।