আমেরিকা : করোনা ভাইরাসের সংক্রমণের পর থেকেই চিনের ওপর ক্ষুব্ধ হয়ে বসে একাধিক দেশ। তার শীর্ষে রয়েছে আমেরিকা এবং ভারত। এর আগে চিনের ওপর দিনের পর দিন ক্ষোভ প্রকাশ করতে দেখা গিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। এবার চিনের ওপর ক্ষোভ প্রকাশে বাতিল করা হয়েছে ১০০০ চিনা নাগরিকের ভিসা। ট্রাম্প প্রশাসন যাদের ভিসা বাতিল করেছে তাদের মধ্যে বেশিরভাগ রয়েছেন চিনা ছাত্রছাত্রী এবং গবেষক৷
দেশের নিরাপত্তা বজায় রাখার জন্যই এই চিনা পড়ুয়া এবং গবেষকদের ভিসা বাতিল করা হয়েছে বলে সূত্রের খবর৷ গত ২৯ মে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের করা সরকারি ঘোষণা অনুসারেই এই সিদ্ধান্ত নেওয়া হয় আর তারপরেই বাতিল করা হয় ১০০০ জনের ভিসা৷ এমনকি হংকংয়ের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়ার অভিযোগে চিনের বিরুদ্ধে গত ২৯ মে বেশ কিছু কড়া পদক্ষেপের ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷
কিন্তু কেনই বা হঠাত মার্কিন প্রশাসনের এই পদক্ষেপ, সেই নিয়ে ইতিমধ্যেই অনেকের অনেক প্রশ্ন। সুত্রের খবর অনুযায়ী জানানো হয়েছে গবেষণার সূত্র ধরে ছাত্রছাত্রীদের মাধ্যমে চিনের সামরিক বাহিনীর হাতে কৌশলগত ভাবে গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল তথ্যের পাচার করা হচ্ছে অনেক দিন ধরেই।
আর দেশের নিরাপত্তা বজায় রাখতেই এই উদ্যোগ নিতে বাধ্য হয়েছে আমেরিকা প্রশাসন। হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের প্রধান চ্যাড উল্ফ জানিয়েছেন, “চিনে দাস প্রথার মাধ্যমে যে সমস্ত পণ্য উৎপাদন করা হচ্ছে, আমেরিকায় সেই সমস্ত পণ্যের উপরে নিষেধাজ্ঞা জারি করা হবে৷ যাতে চিন প্রত্যেক মানুষকে সম্মান দিতে শেখে”।