মৃত্যুপুরী আমেরিকা! প্রতিনিয়ত মরছে মানুষ, মৃত্যুসংখ্যা ছাড়াল পঞ্চাশ হাজার

Advertisement

Advertisement

স্টাফ রিপোর্টার: গোটা বিশ্বজুড়েই ক্রমাগত বাড়ছে সংক্রমণ। তবে আমেরিকার অবস্থা খুবই শোচনীয়। মাত্র ২৪ ঘন্টায় মারা গেছে ৩,১৭৬ জন। এই নিয়ে মোট মৃতের সংখ্যা প্রায় ৫০,০০০ এর কাছাকাছি। জন হপকিংস বিশ্ববিদ্যালয়ের দেওয়া একটি রিপোর্ট অনুযায়ী, আমেরিকায় মোট আক্রান্তের সংখ্যা প্রায় ৮.৫ লাখের বেশি।

Advertisement

সম্প্রতি বালটিমোর বিশ্ববিদ্যালয় একটি পরিসংখ্যান প্রকাশ করেছে। যেখানে দেখা গেছে আমেরিকায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৯,৭৫৯ জনে। এছাড়া শুধুমাত্র গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্তের সংখ্যা ২৬,৯৭১ জন। সব মিলিয়ে এখন মোট আক্রান্তের সংখ্যা ৮,৬৬,৬৪৬ জন। তবে অনেকেই মনে করছেন আক্রান্তের সংখ্যা আরও বাড়বে। কারণ, টেস্টের গাফিলতির কারণে সব আক্রান্তের খবর জানা যাচ্ছে না।

Advertisement

বিশেষ সূত্রে জানা গিয়েছে, গত সপ্তাহের বৃহস্পতি ও শুক্রবারে যথাক্রমে ৪,৫৯১ এবং ৩,৮৫৬ জন মারা গেছে এই মারণ ভাইরাসের শিকার হয়ে। দিনের পর দিন বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। গোটা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বর্তমানে ১,৯০,০০০ জন।

Advertisement

তবে পরিস্থিতি খুব খারাপ হলেও ইতিমধ্যেই জর্জিয়া ও টেক্সাসের মতো বিভিন্ন দেশে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টায় ব্যবসা-বাণিজ্য খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Recent Posts