করোনা রুখতে এবার ভারতের পাশে দাঁড়ালো আমেরিকা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন স্বাস্থ্য পরিষেবার জন্য ৫.৯ ডলার বা ৪৫ কোটি টাকা ভারতকে সাহায্য করেছে তারা। ভারতে যাতে যথেষ্ট পরিমাণে টেস্ট করা হয় এবং সংক্রমণে ক্ষতিগ্রস্তদের সাহায্য করতে ব্যবহার করা হবে এই টাকা। এছাড়া করোনা সংক্রমণের কারণে যে জরুরি অবস্থা তৈরি হয়েছে তাতে কোন খাতে কি কি দরকার সেই বিষয়েও এই টাকা ব্যবহার করা হবে।
করোনা প্রসঙ্গে আমেরিকা জানিয়েছে, “মোট ২.৮ বিলিয়ন ইউএসডির ফান্ড তৈরি হয়েছে যার মধ্যে ১.৪ ইউএসডি বিলিয়ন স্বাস্থ্যখাতের জন্য বরাদ্দ হয়েছে। শেষ ২০ বছরে আমেরিকা এই পরিমাণ মোট টাকা ভারতকে দিয়েছে।” এছাড়া দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশগুলির মধ্যে আফগানিস্তানকে ১৮ মিলিয়ন ডলার, বাংলাদেশকে ৯.৬ মিলিয়ন ডলার, ভুটানকে ৫০ হাজার ডলার, নেপালকে ১.৮ মিলিয়ন ডলার, পাকিস্তানকে ৯.৪ মিলিয়ন ডলার এবং শ্রীলঙ্কাকে ১.৩ মিলিয়ন ডলার সাহায্য দিয়েছে আমেরিকা।
মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন করোনা সংক্রমণের চরমতম অবস্থা পার করে ফেলেছে আমেরিকা। শেষ ২৪ ঘন্টায় আমেরিকায় করোনায় মৃত প্রায় ৪৫০০ এর কাছাকাছি মানুষ। এই সংখ্যক মৃত্যুর ফলে আমেরিকায় করোনা আক্রান্তে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৩২ হাজার ৯১৭ জন।