করোনার মাঝে অ্যামিবা, মানুষের নিরাপত্তা রক্ষার্থে আমেরিকায় জারি সতর্কতা
আমেরিকাঃ করোনার মাঝেই আবার আমেরিকার আটটি শহরে নতুন সংক্রমণ শুরু হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসের কলের জলে এক প্রকার বিরল অ্যামিবার সন্ধান মিলেছে। এই এককোষী প্রাণী মানুষের শরীরে ঢুকলে মস্তিষ্কের ক্ষতি করতে শুরু করে। ইতিমধ্যেই আমেরিকার লেক জ্যাকশন, ব্রাজোরিয়া, ফ্রিপোর্ট, এনগ্লিটন, রিচউড, ওস্টার ক্রেক, ক্লুট, রোজেনবার্গ শহরেও মিউনিসিপ্যালিটির জলে পাওয়া গেছে এই মস্তিষ্কখেকো অ্যামিবা।
এই মুহূর্তে আমেরিকা ও ব্রাজিলে নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা যথাক্রমে ৩৭ হাজার ৫৬৩ ও ১৯ হাজার ৩২৪। আমেরিকাতে মোট আক্রান্ত ৬৯ লক্ষ ৩৩ হাজার ও তৃতীয় স্থানে থাকা ব্রাজিলে ৪৫ লক্ষ ৯১ হাজার। সারা বিশ্বে এখন করোনা সংক্রমণের দিক থেকে প্রথম স্থানে আছে আমেরিকা, দ্বিতীয় স্থানে রয়েছে ভারত এবং তৃতীয় স্থানে রয়েছে ব্রাজিল।
গত মাসে ব্রাজিল আর আমেরিকাকে পেছনে ফেলে তিন নম্বরে গেলেও, ভারতে যে হারে প্রতিদিন করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে তাতে যথেষ্ট চিন্তিত দেশের আমজনতা। কারণ শুরু থেকে লকডাউন করেও ঠেকানো যায়নি করোনা সংক্রমণ।প্রতিমাসেই লাফিয়ে লাফিয়ে বেড়েছে করোনার হার। তার মাঝেই আবার অণুজীবের আক্রমণ। এর আগে আমেরিকায় নায়েগ্লেরিয়া ফাওলেরি নামক এই অনুজীবের সংক্রমণে অনেকে প্রাণ হারিয়েছেন।
২০০৯ থেকে ২০১৮ সাল পর্যন্ত মোট ৩৪ জন এই অ্যামিবা সংক্রমণে মারা গিয়েছেন। এর মধ্যেই জল নিয়ে ব্যবস্থা নিয়েছে প্রশাসন। মানুষের নিরাপত্তার কথা ভেবে জারি করা হয়েছে সতর্কতা। জানা গিয়েছে শিল্পাঞ্চলের কাছাকাছি এলাকার দূষিত জল, দীর্ঘদিন ধরে পরিষ্কার না হওয়া সুইমিংপুল এমন জায়গাতে দ্রুত ছড়ায় এই অনুজীব।