আগামী ৩রা মে নাগাদ তীব্র গতিতে স্থলভাগে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় আমফান, এমনটাই জানিয়েছে মৌসম ভবন। এই ঘূর্ণিঝড় আগামী ২৪ থেকে ৩৬ ঘন্টার মধ্যে আরও শক্তিশালী হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। হাওয়া অফিস সূত্রে খবর, এই ঘূর্ণিঝড় তৈরি হয়েছে বঙ্গোপসাগরে। আগামী ২৪ ঘন্টার মধ্যে সে নিজেকে আরও শক্তিশালী করে তুলবে বলে সতর্ক করেছে আবহাওয়া দফতর।
জানা গিয়েছে, এই ঝড়ের গতিপথ অনুসারে মায়ানমারের উপকূল অঞ্চলে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশেও এই ঝড়ের প্রকোপ পড়তে পারে। উপকূল অঞ্চলের মানুষদের সতর্ক করা হয়েছে। সমুদ্রের উপর দিয়ে আগামী ২৪ ঘন্টায় বইতে শুরু করবে এই ঝড়। তাই মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হয়েছে।
আবহাওয়া দফতর আরও জানিয়েছে, দক্ষিণ মধ্য বঙ্গোপসাগর থেকে এই ঘূর্ণিঝড় বাংলাদেশ বা মায়ানমারের দিকে গতিপথ পাল্টাতে পারে। আর এই ঘূর্ণিঝড়ের ফলে নিম্নচাপ সৃষ্টি হবে নিকোবর দীপপুঞ্জে। তারফলেই সেখানের কিছু অঞ্চলে ১লা মে থেকে ৩রা মে বৃষ্টি হওয়ার সম্ভাবনাও রয়েছে।