Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

আমফানের তাণ্ডবে তছনছ নদীয়া জেলার সমস্ত এলাকা

মলয় দে নদীয়া: বঙ্গোপসাগরের উপরিভাগে উৎপত্তি আমপান উড়িষ্যার উপকূলবর্তী অঞ্চলে আছড়ে পড়া কথা ছিল। খানিকটা যাত্রাপথ বদল করে উত্তর ও দক্ষিণ 24 পরগনা দিয়ে নদিয়া মুর্শিদাবাদ বাংলাদেশের দিকে বর্তমান যাত্রাপথ।…

Avatar

মলয় দে নদীয়া: বঙ্গোপসাগরের উপরিভাগে উৎপত্তি আমপান উড়িষ্যার উপকূলবর্তী অঞ্চলে আছড়ে পড়া কথা ছিল। খানিকটা যাত্রাপথ বদল করে উত্তর ও দক্ষিণ 24 পরগনা দিয়ে নদিয়া মুর্শিদাবাদ বাংলাদেশের দিকে বর্তমান যাত্রাপথ। গতকাল সারা দিন আবহাওয়া খারাপ থাকলেও, সন্ধ্যার পর নদীয়ার পরিস্থিতি হয় ভয়ানক। সমস্ত বৈদ্যুতিক ব্যবস্থা বিচ্ছিন্ন থাকায় ছবি বা ভিডিও খুব একটা পাওয়া না গেলেও আজ সকালে গৃহহীন শোকার্ত বহু পরিবার।

34 নম্বর জাতীয় সড়ক রানাঘাট, শান্তিপুর, বেশ কয়েক জায়গায় বড় গাছ ভেঙে পড়ে ব্যাহত হয় যান চলাচল। নবদ্বীপ পোড়ামা তলা মূল মন্দিরের বটগাছ উপরে পড়ে ক্ষতিগ্রস্ত হয় মন্দির সহ একাধিক দোকান । ধানের জমিতেই পাকা ধান কেটে স্তুপ করা রয়েছে নিয়ে যাওয়ার সময় পাননি চাষীরা । পাট চাষীদের মাথায় হাত, বেশিরভাগ কলাবাগান মাটিতে মিশে গেছে ঝড়ের তাণ্ডবে। শান্তিপুর, বগুলা, করিমপুর হাসপাতালে যাওয়ার মূল রাস্তায় গাছ ভেঙে পড়ায় রোগীদের অবস্থা বেহাল। কৃষ্ণনগর শহরতলী এবং ঘূর্ণিতে বৈদ্যুতিক লাইটপোস্ট ভেঙে পড়ায় জনজীবন ব্যাহত। শান্তিপুরে গাছের তলায় চাপা পড়ে একাধিক ঘর, এমব্রয়ডারি কারখানা, জল পরিশোধন প্রকল্প। শান্তিপুরের নিকারি পাড়ায় গাছ ভেঙে ঘরের সমস্ত আসবাবপত্র, শোবার খাট সম্পূর্ণ চাপা পড়ে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এখনো পর্যন্ত কোনো নিহতের খবর না পাওয়া গেলেও আহত হয়েছেন শান্তিপুরের তিনজন। শেষ হয়ে গেছে বহু তাঁত কারখানা। বেশিরভাগ ক্ষেত্রেই উদ্ধারকারী এলাকাবাসীর জমায়েতে পারস্পরিক দূরত্ব, মাস্ক, হাত স্যানিটাইজেশন সম্ভব হচ্ছে না বাস্তবে ক্ষেত্রে। সে ক্ষেত্রে দুশ্চিন্তা আরো ভয়ানকআকার ধারণ করছে।

About Author