ক্ষমতায় আসলেই লাগু হবে CAA, মতুয়াদের ভোটব্যাঙ্ক জয় করতে শাহী ঘোষণা

আগেই প্রকাশ করা হয়ে গিয়েছিল সম্পূর্ণ প্রার্থী তালিকা। বাকি ছিল শুধুমাত্র ইশতেহার প্রকাশ। এবারে ষোল কলা পূর্ণ করে ২০২১ বিধানসভা নির্বাচনের জন্য নির্বাচনী ইশতেহার প্রকাশ করে দিল ভারতীয় জনতা পার্টি।…

Avatar

By

আগেই প্রকাশ করা হয়ে গিয়েছিল সম্পূর্ণ প্রার্থী তালিকা। বাকি ছিল শুধুমাত্র ইশতেহার প্রকাশ। এবারে ষোল কলা পূর্ণ করে ২০২১ বিধানসভা নির্বাচনের জন্য নির্বাচনী ইশতেহার প্রকাশ করে দিল ভারতীয় জনতা পার্টি। ইশতেহার প্রকাশের সময় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বললেন, স্বাধীনতার পর থেকেই পিছিয়ে পড়তে শুরু করেছে পশ্চিমবঙ্গ। বামফ্রন্ট এবং তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গে কোনো উন্নতি করেনি। পশ্চিমবঙ্গের আসন উন্নতি হবে ভারতীয় জনতা পার্টির হাত ধরে।

আর এবারে নাগরিকত্ব নিয়ে মুখ খুললেন অমিত শাহ। তিনি জানিয়ে দিলেন এবারে শরণার্থীদের জন্য নাগরিকত্ব দেবে বিজেপির সরকার। অমিত শাহের গলায় বারবার উঠে এলো প্রতিশ্রুতির কথা। এছাড়াও এবারে নাগরিকত্ব নিয়ে শরণার্থীদের আর্থিক সাহায্যের কথাও ঘোষণা করে দিলেন অমিত। বিধানসভা নির্বাচনের আগে সোনার বাংলা গড়ার লক্ষে ইশতেহার প্রকাশ করলো বিজেপি। তিনি জানালেন, ৭০ বছর যারা আছেন শরণার্থী এমন মানুষের জন্য দেওয়া হবে নাগরিকত্ব।

প্রতিটি শরণার্থী পরিবারকে আগামী পাঁচ বছর বার্ষিক দশ হাজার টাকা করে দেওয়া হবে বলে জানালেন অমিত শাহ। তিনি সরাসরি জানিয়ে দিয়েছেন, নাগরিকত্ব আইন চালু করা হবে। এছাড়াও সমস্ত দিনক্ষণ বেঁধে দিলেন অমিত শাহ। মতুয়াদের মধ্যে এই নাগরিকত্ব নিয়ে বেশ কয়েকদিন ধরে ক্ষোভের সঞ্চার হয়েছে। এবারে বিধানসভা নির্বাচনে ৮৪ টা আসনে মতুয়ারা নির্ণায়ক ফ্যাক্টর হতে চলেছে। ঠাকুরনগরের সভা করেও সেখানে অমিত শাহ এই নাগরিকত্ব নিয়ে তেমন কিছু মন্তব্য করতে পারেননি। ঠাকুরনগরের বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর এর অসন্তোষের কারণে বারংবার প্রশ্নের মুখে পড়েছিল ভারতীয় জনতা পার্টির সিএএ রুল।

এই সমস্ত গরিমসির অবসান করে এদিন সমস্ত ঘোষণা করে দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুধুমাত্র নাগরিকত্ব না, সীমান্তের অঞ্চলগুলিতে আরো বেশি করে সুরক্ষা ব্যবস্থার কথা উল্লেখ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী। এছাড়াও মাহিষ্য সম্প্রদায়কে ওবিসি এর অন্তর্ভুক্ত করার ঘোষণা করে দিলেন অমিত শাহ। সবমিলিয়ে বোঝাই যাচ্ছে এবারে অব্রাহ্মণ হিন্দু ভোটব্যাঙ্ক তাদের একটি অন্যতম বড় টার্গেট হতে চলেছে।