ক্ষমতায় এলে শিলিগুড়িতে মেট্রো পরিষেবা চালু হবে, ঘোষণা অমিত শাহের

বাংলায় বিধানসভা নির্বাচন ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। বাংলার প্রত্যেকটি রাজনৈতিক দল তাদের সর্বশক্তি দিয়ে প্রচারে নেমে পড়েছে। একদিকে আছে তৃণমূল কংগ্রেস। অন্যদিকে আছে ভারতীয় জনতা পার্টি। দুটি দলের নেতারা একের…

Avatar

By

বাংলায় বিধানসভা নির্বাচন ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। বাংলার প্রত্যেকটি রাজনৈতিক দল তাদের সর্বশক্তি দিয়ে প্রচারে নেমে পড়েছে। একদিকে আছে তৃণমূল কংগ্রেস। অন্যদিকে আছে ভারতীয় জনতা পার্টি। দুটি দলের নেতারা একের পর এক আক্রমণ চালাচ্ছে বিরোধীদলের নেতা নেত্রীদের উপরে। বিরোধীদলের প্রত্যেকটি ভুল ভ্রান্তি মানুষকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়ে ভোটের বৈতরণী পার করতে চাইছে প্রত্যেকটি রাজনৈতিক দল।

উত্তরবঙ্গের আসনগুলিকে ধরে রাখার জন্য সাংবাদিক বৈঠক করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাজনৈতিক মহলের সকলেই জানেন উত্তরবঙ্গে কিন্তু বিজেপির আধিপত্য কিছুটা হলেও বেশি দক্ষিণবঙ্গের থেকে। আর সেই ফ্যাক্টর কে কাজে লাগানোর জন্য উত্তরবঙ্গ কে পাখির চোখ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

অমিত শাহ বললেন, “বিজেপি ক্ষমতায় এলে মহিলাদের জন্য কেজি থেকে পিজি পর্যন্ত শিক্ষার ব্যবস্থা করা হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার উত্তরবঙ্গ কে নিয়ে সবথেকে বেশি অবহেলা করেছে। কখনো কোনো সরকার এর আগে এমন করে নি। কখনো তিনি গোর্খাদের নিয়ে ভাবেন নি। কখনো তিনি রাজবংশীদের নিয়ে ভাবেন নি।”

স্বরাষ্ট্রমন্ত্রী এদিন আরো প্রতিশ্রুতি দিলেন, যদি বিজেপি ক্ষমতায় আসে তাহলে, এবারে শিলিগুড়িতে মেট্রো পরিষেবা তৈরি করবে বিজেপি সরকার। এছাড়াও আবারো অমিত শাহ ঘোষণা করলেন বিজেপি সরকার সোনার বাংলা তৈরি করবে।