লোকসভায় নাগরিকত্ব সংশোধনী বিল, ২০১৯ পেশ করার সময় কংগ্রেস ও দেশভাগের প্রসঙ্গ টেনে আনেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি দাবি করেন, ধর্মের ভিত্তিতে দেশভাগ করেছিলেন কংগ্রেসই। তাহলে এখন ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব প্রদানে আপত্তি কেন তাদের, এই প্রশ্নও তোলেন তিনি।
অমিত শাহের এই বক্তব্যের জবাব দিলেন কংগ্রেস নেতা শশী থারুর। নিউ দিল্লির আম্বেদকর সেন্টারে লোকমত পার্লামেন্টারি অ্যাওয়ার্ড ২০১৯-এর অনুষ্ঠানে অমিত শাহকে একহাত নেন তিনি। বিজেপি সভাপতির ইতিহাসের জ্ঞান নিয়েও কটাক্ষ করেন বর্ষীয়ান এই কংগ্রেস নেতা।
অমিত শাহকে কটাক্ষ করে এদিন তিনি বলেন, ‘ইতিহাস ক্লাসে মনোযোগ ছিল না তাঁর।’ এই প্রসঙ্গে তিনি আরও বলেন, বিজেপি সভাপতি যদি ইতিহাস ক্লাস একটু মনোযোগ দিয়ে শুনতেন তাহলে বুঝতে পারতেন দেশভাগের অন্যতম দুই দাবিদার দ্বিজাতি তত্ত্বের প্রবর্তক মুসলিম লীগ ও হিন্দু মহাসভা।
তিরুবনন্তপুরমের সাংসদ এদিন বলেন, স্বাধীনতার পূর্বে কংগ্রেস কোন দল ছিল না। পরাধীন ভারতের সমস্ত মানুষের পক্ষ থেকে প্রতিনিধি হিসেবে কাজ করত কংগ্রেস। সামান্য ইতিহাস জ্ঞান থাকলে বিজেপি সভাপতির এটা জানা থাকতো বলে কটাক্ষ করেন থারুর।