“মঞ্চ যেমন আছে থাক, ওই মঞ্চেই সভা হবে”, শান্তনু ঠাকুরকে ফোন করে জানালেন অমিত শাহ
শান্তনু ঠাকুর (Shantanu Thakur) বললেন, "দূতাবাসের সামনে বিস্ফোরণ হওয়ায় জাতীয় নিরাপত্তার স্বার্থে অমৃত এখন বাংলায় আসতে পারছেন না"
আজ অর্থাৎ ৩০ জানুয়ারি বাংলা সফরে আসার কথা ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah)। তিনি আজ শান্তনু ঠাকুর গড়ে ঠাকুরনগরের ঠাকুরবাড়ির সামনের মাঠে বক্তৃতা দিতেন। আজকের অমিত শাহের বক্তৃতার জন্য মতুয়ারা একপ্রকার মুখিয়ে ছিল। কিন্তু জাতীয় নিরাপত্তাজনিত সমস্যার কারণে আজ অমিত শাহের বাংলা সফর বাতিল হয়ে গিয়েছে। কিন্তু তিনি শান্তনু ঠাকুর (Shantanu Thakur) ও কৈলাস বিজয়বর্গীয়কে (Kailash Vijayvargiya) ফোন করে আশ্বাস দিয়েছেন যে তিনি খুব শীঘ্রই বাংলা সফরে আসার চেষ্টা করছেন। আজকে বিজেপি সহ-সভাপতি মুকুল রায় সাংবাদিক বৈঠকে জানিয়েছেন, “অমিতজি বলেছেন মঞ্চ যেমন আছে, তেমনই থাকবে। ওই মঞ্চে সভা হবে।”
আজ বাংলার সফর বাতিল হওয়ার পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিজেপি বাংলা পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় ও ঠাকুরনগরের গেরুয়া যোদ্ধা ঠাকুরকে ফোন করেন। তিনি ফোনে যা বলেছেন তা সাংবাদিক বৈঠকে জানান মুকুল রায়। তিনি বলেছেন, “ঠাকুরবাড়ির মাঠে অমিতজির আসার কথা ছিল আজকে। কিন্তু জাতীয় নিরাপত্তার কারণে তিনি আজ আসতে পারেননি। কিন্তু তিনি জানিয়েছেন যে তিনি যে কোনদিন ঠাকুরনগরের সভা করবেন। আপনারা তৈরি থাকুন। যে মঞ্চ ছিল সেখানেই থাকবে। সভা করার ২৪ ঘন্টা আগে ঠিক জানিয়ে দেওয়া হবে।”
অন্যদিকে, ঠাকুরনগরের বিজেপি নেতা শান্তনু ঠাকুর জানিয়েছেন, ‘দূতাবাসের সামনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তাই এই পরিস্থিতিতে অমিত শাহ আসতে পারছেন না। কিন্তু তিনি সময় পেলেই চলে আসবেন।’ সেই সাথে শান্তনু ঠাকুর আরও জানিয়েছেন, “একুশে নির্বাচনের আগে মতুয়া নাগরিকত্বের জন্য CAA প্রয়োজন। আজকে জনসভা থেকে নাগরিকত্ব বিল লাগু হওয়ার ঘোষণা করতেন স্বরাষ্ট্রমন্ত্রী। এই কথা শোনার জন্য দূরদূরান্ত থেকে মতুয়ারা ঠাকুরনগরে এসেছিল। মঞ্চ বাধা হয়ে গিয়েছিল এবং চেয়ার পাতা হয়ে গিয়েছিল।”