দেশনিউজ

অমিত শাহের পদত্যাগ দাবি, গাঁধি মূর্তির সামনে সাসপেন্ড হওয়া কংগ্রেস সাংসদদের বিক্ষোভ

Advertisement

দিল্লির হিংসা নিয়ে আজ ও উত্তাল হতে পারে সংসদ। আজ অধিবেশন শুরু হওয়ার আগে দিল্লির হিংসার পরিস্থিতি নিয়ে গাঁধি মূর্তির সামনে সকাল থেকেই বিক্ষোভ দেখাতে শুরু করে কংগ্রেস সাংসদরা। স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবীও তারা তুলেছেন। বিক্ষোভে রাহুল গান্ধী সহ অন্যান্য সব সাংসদরা ও যোগ দিয়েছেন।

প্রসঙ্গত, গতকাল ও অধিবেশনের আগে কংগ্রেসের সাংসদরা বিক্ষোভ দেখাতে শুরু করে। এমনকি সংসদের মধ্যেও তারা বিক্ষোভ শুরু করেছিল। স্পিকার অনেকবার বলা সত্তে ও তারা কর্ণপাত করেননি। শেষপর্যন্ত পরিস্থিতি সামাল দিতে স্পিকার সংসদ থেকে বেরিয়ে যান এবং কংগ্রেসের ৭ জন সাংসদকে সাসপেন্ড করা হয়। চলতি বছরের অধিবেশনে তারা আর অংশগ্রহণ করতে পারবেন না সেটাও বলা হয়েছ।

আরও পড়ুন : পুরভোটের আগে রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে বৈঠক স্বরাষ্ট্রমন্ত্রী-রাজ্যপাল

এর আগেও উত্তাল সংসদের জেরে অধিবেশন স্তগিত করা হয়েছিল। গত সোমবার থেকেই বারবার লোকসভা ও রাজ্যসভা উত্তাল হয়েছে। যেই সাংসদদের সাসপেন্ড করা হয়েছিল তাদের মধ্যে থেকে ৫ জন আজ গাঁধি মূর্তির সামনে বিক্ষোভে সামিল হয়েছেন। গত কয়েকদিনের পরিস্থিতির জেরে আজ অধিবেশনে কোনো কাজ হবে কিনা সেটা নিয়ে সংশয় রয়েছে।

Related Articles

Back to top button