হিন্দু-মুসলিম ভাগ করবেন না, দিল্লির দাঙ্গায় ৫২ জন ভারতীয় নিহত হয়েছে : অমিত শাহ
আজ সংসদে দাড়িয়ে একের পর এক আক্রমণের জবাব দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দিল্লি হিংসার প্রসঙ্গে তিনি বলেন কেউ রেহাই পাবে না। ষড়যন্ত্রের ফল ৩৬ ঘণ্টা ধরে দিল্লিতে যে রণক্ষেত্র তৈরী হয়েছিল তাতে স্তব্ধ হয়েছিল দিল্লির জীবনযাত্রা ৷ ৫২ জনের মৃত্যু হয় হিংসায়। তবে পুলিশের পদক্ষেপে সন্তুষ্ট অমিত শাহ বলেন দোষীদের চিহ্নিত করার পর পুলিশ ২৬৪৭ জনকে অ্যারেস্ট করেছে।
মাত্র ছত্রিশঘণ্টার মধ্যে পরিস্থিতি শান্ত করতে পুলিশ যে উদ্যোগ নেন তা সত্যি প্রশংসনীয় বলে জানান তিনি। দিল্লি হিংসায় বিরোধীরা যে উস্কানি দিয়েছিল সেই ব্যাপারে তিনি বলেন খুঁজে বের করা হবে সেই সব ষড়যন্ত্রকারীদের যারা সোশাল মিডিয়ায় ভুয়ো অ্যাকাউন্ট খুলে হিংসা ছড়য়েছে। দিল্লি হিংসায় ৭০০ FIR হয়েছে। ১১০০ দুষ্কৃতী সনাক্ত করা হয়েছে।
আরও পড়ুন : দিল্লির হিংসার সময় আপনি কি করছিলেন? অমিত শাহকে তীব্র আক্রমণ অধীরের
তিনি আরও বলেন, হিংসার তদন্ত হবে বৈজ্ঞানিক পদ্ধতিতে, এবং দুষ্কৃতীদের খুঁজতে ব্যবহৃত হবে ফেশ আইডেন্টিফিকেশন৷ অমিত শাহের বক্তব্য সম্পূর্ণ হওয়ার আগেই সেখান থেকে চলে যায় কংগ্রেস। দিল্লি হিংসা নিয়ন্ত্রণে পুলিশের সফলতার দিক উল্লেখ করে তিনি বলেন মাত্র বারোটি থানায় হিংসা হলেও কোনও অশান্তির সৃষ্টি হয়নি। ছত্রিশঘণ্টার মধ্যে পরিস্থিতি শান্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে পুলিশ বাহিনী।
আইএসের সঙ্গে যুক্ত ধৃত ২ ব্যক্তিকে জেরা করছে দিল্লি পুলিশ৷ দিল্লি সংঘর্ষের সময় নিজের ভূমিকা প্রসঙ্গে তিনি জানান ট্রাম্পের কর্মসূচি নির্ধারিত থাকায় তিনি সেখানে উপস্থিত থাকলেও যাননি তাজমহলে, বরং দিল্লি পুলিশের সঙ্গে যোগাযোগ করে হিংসা পরিস্থিতি তে শান্তি ফেরাতে সচেষ্ট হন।