শনিবার বিজেপিতে যোগ দিয়েই সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন শুভেন্দু অধিকারী। এইদিন তিনি স্লোগান তুললেন,”তোলাবাজ ভাইপো হাটাও।” পরের দিনই অর্থাৎ রবিবার বোলপুরের রাস্তায় রোড শো করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ‘ভাইপো’ র বিরুদ্ধে আওয়াজ তুলতে দেখা গেল শাহকে। এইদিন তিনি বলেন,”বাংলার মানুষ চাইছেন পরিবর্তন।” একই সাথে তিনি বাক্যবাণ তোলেন তৃণমূল এবং তার দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে।
অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম না নিয়েই এইদিন শাহ বলেন,”বাংলার মানুষ চাইছেন পরিবর্তন। পরিবর্তন দরকার তোলাবাজি এবং রাজনৈতিক হিংসা শেষ করার জন্য। ভাইপোর দাদাগিরি শেষ করতে পরিবর্তন চাইছেন বাংলার মানুষ।”
এইদিন অমিত শাহের রোড শো তে ফেটে পড়ে মানুষের উচ্ছ্বাস। তা দেখে শাহ বলেন, এমন রোড শো তিনি কখনও দেখেননি। তার বক্তব্য,’বিজেপি এর সর্বভারতীয় সভাপতি থাকাকালীন আমি অনেক রোড শো দেখেছি। নিজেও অনেক শো করেছি। কিন্তু এমন শো আমি কোনও দিন দেখিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি মানুষের ভালোবাসা আর বিশ্বাস রয়েছে তা রোড শো থেকে পরিষ্কার বোঝা যায়। একই সাথে মমতা দিদির প্রতি বাংলার মানুষের যত ক্ষোভ করেছে তাও প্রমাণ হচ্ছে এই রোড শো থেকে।”
এইদিন দিলীপ ঘোষ, অনুপম হাজরাকে পাশে নিয়ে অমিত শাহ বলেন,”বাংলার মানুষ যে পরিবর্তন চাইছেন তা কেবল মুখ্যমন্ত্রী পরিবর্তন না। মুখ্যমন্ত্রী বদলানো টা কোনও পরিবর্তন না। তৃণমূল কংগ্রেসের বদলে বিজেপি সরকার গঠন আমাদের প্রধান উদ্দেশ্য না। আমাদের প্রধান উদ্দেশ্য বাংলার উন্নয়নের পরিবর্তন করা, বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়া। এই পরিবর্তনের জন্য বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারীদের আটকাতে হবে। এটা হবে পরিবর্তন।”
এইদিন শাহ সুযোগ চেয়ে নেন বাংলার মানুষদের থেকে। তার বক্তব্য,” কংগ্রেসকে আপনারা সুযোগ দিয়েছেন। বামেদের আপনারা সুযোগ দিয়েছেন, তৃণমূলকেও সুযোগ দিয়েছেন। নরেন্দ্র মোদীকে একটা সুযোগ করে দিয়েছেন। ৫ বছর দিন। আমরা সোনার বাংলা গড়ে দেব।” এছাড়া তিনি বলেন,”এটা ভাইপোর সরকার। মমতা ব্যানার্জি মুখোশ বানিয়ে রেখেছে। নিজেকে সৎ দেখাতে সাদা শাড়ি আর হাওয়াই চটি পড়ে ঘুরে বেড়ান। আর ভাইপো পরেন ২৫ লক্ষ টাকার চশমা। এটা কি সৎ পথে উপার্জন করা?”