আসন্ন বাংলা বিধানসভা নির্বাচনের আগে ভারতীয় জনতা পার্টি তাদের প্রচারের কাজে কোনরকম ফাঁক রাখতে চাইছে না। কিছুদিন আগে বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা বাংলা সফরে এসেছিলেন। এরপর বাংলা সাভারে ফের আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আগামীকাল ১৯ ডিসেম্বর ও ২০ ডিসেম্বর বাংলায় থাকবেন অমিত শাহ। এখানে এসে তিনি দলীয় একাধিক কর্মসূচি ও জনসভাতে অংশগ্রহণ করবেন। হয়তো শাহের হাত ধরে আগামীকাল বেশকিছু তৃণমূল দাপুটে নেতা বিজেপিতে যোগদান করতে পারে।
আগামীকাল অর্থাৎ ১৯ ডিসেম্বর সকালে বাংলায় পা রাখবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। প্রথমেই তিনি কলকাতায় রামকৃষ্ণ মিশনে গিয়ে স্বামী বিবেকানন্দের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করবেন। তারপর তিনি কলকাতা এয়ারপোর্ট থেকে মেদিনীপুর হেলিপ্যাডে পৌঁছে যাবেন। মেদিনীপুরে পৌঁছে প্রথমে তিনি সিদ্ধেশ্বরী ও মহামায়া মন্দিরে পুজো দেবেন। পুজোর পর স্থানীয় এক কৃষকের বাড়িতে তিনি মধ্যাহ্নভোজন সারবেন।
স্থানীয় মেদিনীপুরের কৃষকের বাড়িতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর জন্য ইতিমধ্যেই সাজ সাজ রব শুরু হয়েছে। তার বাড়ি রং করে আলপনা আঁকা হচ্ছে। আগামীকাল স্বরাষ্ট্রমন্ত্রী কৃষকের বাড়িতে ভাত, রুটি, ডাল, ফুলকপি তরকারি, শাক, উচ্ছে পটল ভাজা, সুক্ত ইত্যাদি দিয়ে মধ্যাহ্নভোজন সারবেন। তারপর মধ্যাহ্নভোজন হলে তিনি মেদিনীপুর কলেজে একটি জনসভা করবেন।
তার পরদিন অমিত শাহ বোলপুরের উদ্দেশ্যে রওনা হবেন। সেখানে তিনি বিশ্বভারতীর উপাচার্য তার সাথে দেখা করবেন। উপাচার্যদের সাথে বৈঠক হলে তিনি একটি রোড শোতে অংশগ্রহণ করবেন। তারপর ২০ ডিসেম্বরেই মধ্যাহ্নভোজন সেরে অন্ডাল বিমানবন্দর থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন।