নিউজপলিটিক্সরাজ্য

নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশের পর মমতা গড়ে রোড শো ঘোষণা অমিত শাহের, তুঙ্গে রাজনৈতিক তরজা

৩ মার্চ দক্ষিণ কলকাতার রাসবিহারী মোড় থেকে রবীন্দ্র সদন পর্যন্ত রোড শো করবেন অমিত শাহ

Advertisement

একুশে বিধানসভা নির্বাচনের দিনক্ষণ এবার ঘোষণা করে দিল নির্বাচন কমিশন। বাংলায় বিধানসভা ভোট হবে ৮ দফায়। একাধিক জেলা এমনকি কলকাতা শহরে কয়েকটি দফায় ভোটগ্রহণ হবে। মার্চে ভোটের দিন ঘোষণা করার কথা বলেও সমস্ত যন্ত্রণার ইতি টেনে ফেব্রুয়ারি মাসের শেষে অর্থাৎ আজকে ভোটের দিন ঘোষণা করে দিল নির্বাচন কমিশন। তবে দিন ঘোষণার পর নিজেদের শেষ মুহূর্তের প্রস্তুতি দেখে নিতে আবারো রাজ্যে আসছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা এলাকায় রোড শো করবেন। এমনকি উত্তর কলকাতাতে গেরুয়া ঝান্ডা প্রতিষ্ঠিত করতে মিছিল করবেন।

আজকে নির্বাচন কমিশন বিধানসভা নির্বাচনে নির্ঘণ্ট ও প্রকাশ করলে মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর তীব্র বিরোধিতা করেছে। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনকে পাল্টা প্রশ্ন করে জানিয়েছেন, “বাংলায় কেন ৮ দফা ভোট হচ্ছে? নির্বাচনে কাকে সুবিধা দেওয়ার জন্য এই ৮ দফার ভোট? এগুলো কি নরেন্দ্র মোদী অমিত শাহের কথা মত হচ্ছে?” এছাড়াও নির্বাচনে নির্ঘণ্ট ও প্রকাশ হতেই কলকাতাতে কর্মসূচি রেখেছে শাহ। ৩ মার্চ দক্ষিণ কলকাতার রাসবিহারী মোড় থেকে রবীন্দ্র সদন পর্যন্ত রোড শো করবেন অমিত শাহ। যাত্রাপথের ব্যাপ্তি খুব একটা বেশি না হলেও, কলকাতার এই রুট খুবই তাৎপর্যপূর্ণ। যে এলাকা দিয়ে রোড শো হচ্ছে তার একটা বড় অংশ বিধানসভা কেন্দ্র মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্তর্গত। ২ মার্চ আরো একটি রোড শো করবে বিজেপি কলকাতায়।

অমিত শাহ ছাড়াও নির্বাচনের আগে মালদহ জনসভা করবেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সেই সভায় অমিত শাহ উপস্থিত থাকতে পারেন বলে জানা গিয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, আগামী ১৮ ফেব্রুয়ারি একদিনের বাংলা সফরে এসেছিলেন শাহ। সেখানে কাকদ্বীপ কলকাতা জোনের রথ যাত্রার সূচনা করেছিলেন তিনি। সেখানে উদ্বাস্তু পরিবারে মধ্যাহ্নভোজন করেছিলেন।

Related Articles

Back to top button