হাতে অত্যন্ত কম সময়ে রয়েছে। তার মধ্যে আগামী মাসে বঙ্গের ভোট নিয়ে সমস্ত ঘোষণা হয়ে যাওয়ার কথা। আর তার মধ্যে সোশ্যাল মিডিয়াকে কিভাবে ব্যবহার করতে হবে এবং কোন বিষয়গুলি কে বেশি করে তুলে ধরতে হবে তা নিয়ে নিজেই ক্লাস নিতে আসবেন অমিত শাহ (Amit Shah)। দক্ষিণ কলকাতার একটি প্রেক্ষাগৃহে এই নতুন কর্মসূচি হতে চলেছে।
শিয়রে বিধানসভা নির্বাচন। তাই হাতে যেটুকু মাত্র সময় রয়েছে সেটাকে সোশ্যাল মিডিয়াতে ভালোভাবে প্রচারের কাজে লাগিয়ে দলের প্রচার কে তুঙ্গে নিয়ে যেতে চলেছে গেরুয়া শিবির। শেষ মুহূর্তের কৌশল এর বিষয়বস্তু স্থির করে দিতে রাজ্যে আসতে চলেছেন অমিত শাহ। আগামী ৩০ এবং ৩১ জানুয়ারি ২ দিনের জন্য বাংলা সফরে আসতে চলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। সেখানেই রাজ্য বিজেপির আইটি সেল এর কর্মীদের সঙ্গে আলোচনায় বসবেন অমিত শাহ।
বৃহস্পতিবার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো (Jyotirmoy Singh Mahato) ঘোষণা করে দিয়েছিলেন আগামী ৩০ জানুয়ারি বাংলায় আছে চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এবারে তার গন্তব্য নদিয়া বনগাঁ, হাওড়া শহর এবং উলুবেড়িয়া তে। সেখানে তিনি একাধিক কর্মসূচি করবেন। এছড়াও ৩০ জানুয়ারি তিনি ইসকন মন্দিরে যেতে চলেছেন। সেখানে সভা করবেন তিনি ঠাকুরনগরে।ঐদিন রাতে দলীয় নেতৃত্বের সঙ্গে কলকাতায় বৈঠক করতে চলেছেন অমিত শাহ। তারপর ৩১ জানুয়ারি উলুবেড়িয়া তে রোড শো করবেন তিনি। তারপর তিনি চলে যাবেন জনসভা করতে হাওড়া ডুমুরজলা এলাকায়। ওই সময় বিজেপির রথযাত্রা শুরু হলে তিনি তাতে যোগ দিতে চলেছেন বলে জানা যাচ্ছে।
গেরুয়া শিবির বরাবর সোশ্যাল মিডিয়াকে কাজে লাগিয়ে এসেছে তাদের প্রচারের জন্য। এবারেও তার অন্যথা হচ্ছে না। জানা যাচ্ছে বিজেপির আইটি সেল ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াকে কাজে লাগানোর জন্য একেবারে জোরকদমে প্রস্তুতি শুরু করে দিয়েছে। ২১ বিধানসভা বিজেপির পাখির চোখ। আর টেকনোলজির যুগে সোশ্যাল মিডিয়া অন্যতম গুরুত্বপূর্ণ একটি মাধ্যম। এই কারণে দলের নেতাকর্মীদের সঙ্গে সাক্ষাৎ করতে চাইছেন স্বয়ং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।