এইবার বাংলা সফরে এসে উদ্বাস্তু পরিবারের বাড়িতে মধ্যাহ্নভোজন করবেন শাহ, থাকছে বহু কর্মসূচি
জানা গিয়েছে যে, এই বারের বাংলা সফরে উদ্বাস্তু পরিবারের সাথে মধ্যাহ্নভোজন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)।
১৮ ই ফেব্রুয়ারি আবার বাংলা সফরে আসার কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। এইদিন কাকদ্বীপ থেকে কলকাতা জোনের গেরুয়া শিবিরের পরিবর্তন যাত্রার উদ্বোধন করবেন তিনি। এছাড়াও রয়েছে বহু কর্মসূচি। জানা গিয়েছে যে, এই বারের বাংলা সফরে উদ্বাস্তু পরিবারের সাথে মধ্যাহ্নভোজন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। বলা বাহুল্য, এর আগের বার বাংলা সফরে এসে কৃষক-দলিত-আদিবাসী থেকে শুরু করে মতুয়া পরিবারের সাথে মধ্যাহ্নভোজন করেছিলেন অমিত শাহ।
আগের লোকসভা ভোটের আগেই মধ্যাহ্নভোজের কর্মসূচি শুরু করে বাংলা রাজনীতিতে আলোড়ন সৃষ্টি করে দিয়েছিলেন অমিত শাহ। এরপরের থেকেই তিনি বা গেরুয়া শিবিরের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা (JP Nadda) যখনই বাংলায় এসেছেন প্রায় প্রতিবারই মধ্যাহ্নভোজ কর্মসূচিতে অংশ নিয়েছেন। এবারও তাঁর অন্যথা হবে না। দলীয় সূত্রের খবর, ১৮ তারিখ রাজ্য এসে সাগরে কপিলমুনির আশ্রমে পুজো দিয়ে নামখানার মাঠে জনসভা করবেন অমিত শাহ। কাকদ্বীপে সুব্রত বিশ্বাসের বাড়িতে মধ্যাহ্নভোজ সারবেন তিনি। সুব্রতবাবু শরণার্থী। বাংলাদেশ থেকে এসে কাকদ্বীপে বসবাস করছেন। সোমবার তার বাড়িতে গিয়ে পরিবারের সাথে কথা বলেন রাজ্যের দায়িত্বপ্রাপ্ত গেরুয়া শিবিরের কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয়। সুব্রতবাবু আবাস যোজনার ঘর পেয়েছেন। আগেই ঠিক করা হয়েছিল আবাস যোজনার ঘর পেয়েছেন এরকম কারও বাড়িতে মধ্যাহ্নভোজ সারবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। জানা গিয়েছে, নামখানার ইন্দিরা ময়দানে জনসভা করে পরিবর্তন যাত্রার সূচনা করবেন শাহ। কালীমন্দিরের কাছ থেকে প্রায় তিন কিলোমিটার রাস্তা রথে চেপে রোড-শো করবেন তিনি।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যেখানে রোড শো করবেন সোমবার সেই স্থান পরিদর্শন করবেন কৈলাস বিজয়বর্গীয়। সভা স্থল কিভাবে সাজানো হবে, মঞ্চ কিভাবে হবে তার প্রস্তুতি নিয়ে দলীয় নেতাদের সাথে কথা বলবেন তিনি। এরপর লট নম্বর ৮ এর হেলিপ্যাডেও যান। সেখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী হেলিকপ্টার নামার কথা। তবে বাংলা বিজেপির অন্যতম সহ-সভাপতি রাজু বন্দ্যোপাধ্যায় দাবি করেন, কার বাড়িতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মধ্যাহ্নভোজ করবেন তা এখনও ঠিক করা হয়নি।