শ্রেয়া চ্যাটার্জী: বাঙালি মানেই দুর্গাপুজো। দুর্গাপুজোর আমেজটা পশ্চিমবাংলা থেকে বেরিয়ে মুম্বাই, দিল্লি এবং সুদূর বিদেশেও পাড়ি দিয়েছে। কুমোরটুলি থেকে ঠাকুর যায় বিভিন্ন জায়গাতে। বলিউডের বিখ্যাত অভিনেতা হলেন অমিতাভ বচ্চন। তিনি বিয়ে করেছিলেন বাঙালি কন্যা জয়া ভাদুড়ি কে। সেই অর্থে তিনি পশ্চিমবঙ্গের জামাই।
বাংলার সঙ্গে সম্পর্ক আছে অথচ দুর্গাপুজো উপভোগ করবেন না তা কি কখনো হয়? অষ্টমীর সকালে বাংলার জামাই অমিতাভ বচ্চন এবং বঙ্গকন্যা জয়া বচ্চনকে দেখা যায় একসঙ্গে মণ্ডপে অঞ্জলি দিতে। সঙ্গে থাকে তাদের কন্যা শ্বেতা বচ্চন ও পুত্র অভিশেক বচ্চন ।
এখানে তাদেরকে অবশ্যই দেখা যায় ট্রাডিশনাল পাঞ্জাবী আর শাড়িতে। আর পাঁচটা মানুষের মতন এরাও সেদিন সেলিব্রেটির মোড়ক থেকে বেরিয়ে এসে মাটিতে বসে পুজো দেখেন, সঙ্গে অবশ্যই কড়া নিরাপত্তা থাকে।