বাজার থেকে ফেরা মহিলাকে সার্ফ জল দিয়ে স্নান, ভাইরাল ভিডিও শেয়ার করলেন অমিতাভ বচ্চন

করোনা সংক্রমণের প্রকোপে গোটা বিশ্ব। ধীরে ধীরে যেমন আক্রান্তের সংখ্যা বাড়ছে তেমনই বাড়ছে মৃতের সংখ্যা। ইতালি, স্পেন, আমেরিকার মতো বিভিন্ন দেশের পাশাপাশি ভারতেও ক্রমাগত ছড়িয়ে পড়ছে এই মারণ ভাইরাস। সংক্রমণ রুখতে ভারতে ২১ দিনের লকডাউন ঘোষণা করা হয়েছে। এই পরিস্থিতিতে গৃহবন্দী মানুষদের বিভিন্নভাবে আনন্দ দেওয়ার চেষ্টা করছেন বলিউডের সেলিব্রিটিরা। কেউ কেউ শেয়ার করছেন ছবি, তেমনই কেউ কেউ বিভিন্ন ভিডিও।

এরকমই একটি ভিডিও শেয়ার করেছেন অমিতাভ বচ্চন। টুইটারে পোস্ট হওয়া ওই ভিডিওটিতে দেখা যায় একজন মহিলা জিনিসপত্র কিনে বাড়ি ফিরছেন আর অন্য একজন লাঠির সাহায্যে সেগুলি বাড়ির ভিতরে নিয়ে যাচ্ছেন। এরপরই তার পরিবার তাকে সার্ফ জল দিয়ে স্নান করিয়ে জল দিয়ে ধুয়ে দিচ্ছেন।

অমিতাভ বচ্চন ভিডিওটি শেয়ার করে তার ক্যাপশনে লিখেছেন, “কোন সীমা নেই।” এরপরই প্রচুর মানুষ তাতে কমেন্ট করেন। মুহুর্তেই ভাইরাল হয়ে যায় সেটি। অন্যদিকে দেশজুড়ে ক্রমাগত আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। দিল্লীতে আরও ২৩টি নতুন আক্রান্ত বেড়ে মোট ১২০ তে দাঁড়িয়েছে। সংক্রমণ রুখতে সবরকম চেষ্টা চালিয়ে যাচ্ছে কেন্দ্রীয় সরকার।