কৌশিক পোল্ল্যে: গত ২০শে মে বাংলার বুকে ধেয়ে আসে প্রবল ঘূর্ণিঝড় ‘আমফান’ যার জেরে আজ বিপন্ন বহু মানুষ। ক্ষয়ক্ষতির পরিমান এককথায় অপূরনীয়। বহু মানুষ আজ গৃহহীন, ভেঙে পড়েছে মাথার ছাদ। বহু স্থানে এখনো পর্যন্ত বিদ্যুৎ পরিষেবা চালু করা সম্ভব হয়নি যেহেতু তাসের ঘরের মতোই ভেঙে পড়েছে অগুনতি ইলেকট্রিক পোস্ট। এই চরম দুর্দিনে ঝূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষদের সাহায্য করার অঙ্গীকার করলেন অভিনেতা অঙ্কুশ হাজরা।
আমফানে তার বিলাসবহুল বাড়িতেও যথেষ্ট ক্ষয়ক্ষতি হয়েছে, ভেঙে গিয়েছে জানালার কাঁচ এবং তার বাথরুমের ফলস সিলিংটিও খসে পড়েছে। নিজের ক্ষয়ক্ষতির আঁচ পেয়ে অভিনেতা অনুভব করেন তার মতো মানুষদের বর্তমান পরিস্থিতিই যদি এরকম খারাপ হতে পারে তাহলে না জানি ঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষগুলি কীভাবে দিন কাটাচ্ছে। সেই কারনেই ওই অসহায় মানুষগুলির পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত অভিনেতার।
যেমন ভাবা তেমন কাজ, সোশ্যাল মিডিয়া মারফৎ পোস্ট দিয়ে অভিনেতা জানান, “আমরা যারা পোস্ট দিয়ে ঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য প্রার্থনা করছি ঠিক তারাও আমাদের মতো মানুষদের একটু সহযোগিতা কামনা করছে। চলুন না আমরা সকলে মিলে এদের পাশে একটু দাঁড়াই। আমি আমার সাধ্যমতো এদের জন্য কিছু অনুদান দিলাম। আপনারও দিন, এগিয়ে আসুন।”
Amra jamon oshohaye manush der jonne pray korchi social media te.. temni tarao pray korche hoyto je amader moto manush ra jano ektu hath barie daye tader dike.. ami amar jomano ortho theke kichu dichi shei manushder ke apnarao samortho moton kichu die sahajjo korun.. valo thakben pic.twitter.com/Wu2PeFWzYt
— ANKUSH (@AnkushLoveUAll) May 23, 2020
অঙ্কুশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলেই। এরপর আবারো একটি ট্যুইটে অঙ্কুশ লেখেন, “আমাদের মতো হিরো হিরোইনদের ছবি রিট্যুইট না করে এই পোস্টটা একটু রিট্যুইট করো যাতে বেশি সংখ্যক মানুষের কাছে পোস্টটা পৌঁছোতে পারে।” এর থেকেই অভিনেতার মহান হৃদয়ের পরিচয় পাওয়া যায়।