ওড়িশা উপকূলে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় আমফান। দুপুর ২.৩০ নাগাদ ওড়িশার উপকূলে আছড়ে পড়ে আমফান। ঘূর্ণিঝড়ের তান্ডবে একের পর এক গাছ উপড়ে পড়েছে ওড়িশার উপকূলীয় অঞ্চল গুলিতে। প্রচুর কাঁচা বাড়ি ভেঙে পড়েছে, অনেক বাড়ির চাল উড়িয়ে নিয়ে গিয়েছে।
আইএমডি প্রধান মৃত্যুঞ্জয় মহাপাত্র বলেছেন, “ভদ্রক এবং বালাসোরে আমফান আরও ২-৩ ঘন্টা ক্ষয়ক্ষতি চালাবে। এই সময়ের পর ওড়িশায় ঘূর্ণিঝড়ের আর কোনও ক্ষতিকারক প্রভাব পড়বে না।”
বিশেষ ত্রাণ কমিশনার (এসআরসি) প্রদীপ কুমার জেনা বলেছেন, “ওড়িশার উপকূলীয় অঞ্চলের নিম্ন-নিচু অঞ্চলগুলি থেকে ১.১৪ লক্ষেরও বেশি মানুষকে সরিয়ে নিরাপদ আশ্রয়কেন্দ্রে পাঠানো হয়েছে।” মঙ্গলবার থেকেই ঘূর্ণিঝড়ের প্রভাবে পুরী, খুরদা, জগৎসিংহপুর, কটক, কেন্দ্রাপাড়া, জাজপুর, গঞ্জাম, ভদ্রক এবং বালাসোর জেলায় বেশ কয়েকটি এলাকায় তীব্র বৃষ্টিপাত হচ্ছে।
#CycloneAmphan makes #Landfall : the fury of #Amphan near Digha, West Bengal
Video credit : Shamit Bhoumik@PIBBhubaneswar #CycloneAmphanUpdate pic.twitter.com/JScKMfeDt1— PIB India #StayHome #StaySafe (@PIB_India) May 20, 2020