অমৃত ভারত স্টেশন স্কিমের অধীনে পুরো রূপ পাল্টে যাচ্ছে হুগলি জেলার একাধিক স্টেশনের। পশ্চিমবঙ্গের মোট ৩৭ টি স্টেশনের মধ্যে জায়গা করে নিয়েছে হুগলি জেলার চারটি স্টেশন। রেলের পরিষেবা থেকে শুরু করে যাত্রী স্বাচ্ছন্দ্য এবং সুরক্ষা ব্যবস্থা সবকিছুই উন্নত হচ্ছে এই নতুন প্রকল্পের অধীনে। আপনাদের জানিয়ে রাখি অমৃত ভারত প্রকল্পের জন্য হুগলি জেলার চারটি রেল স্টেশনের কাজের ভার্চুয়ালি উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দেশের বিভিন্ন রাজ্যের মোট ৫০৮ টি রেলস্টেশনের নতুন রূপ দেওয়ার কাজ চলছে। এই প্রকল্পের অধীনে পশ্চিমবঙ্গের মোট ৩৭ টি স্টেশন এর নতুন করে শিলান্যাস করা হবে। এই প্রকল্পের জন্য মোট ব্যয় হবে ১৫০০ কোটি টাকা।
হুগলি জেলার চারটি স্টেশনের মধ্যে রয়েছে শেওড়াফুলি ডানকুনি তারকেশ্বর এবং চন্দননগর। হাওড়া ডিভিশনের অধীনে থাকা এই ৪টি স্টেশনের নতুন করে উদ্বোধন করা হয়েছে আজকে। এরমধ্যে শেওড়াফুলি স্টেশন কে নতুন ভাবে সাজাতে খরচ হবে ৩১ কোটি টাকা। থাকছে ১২ মিটার চওড়া একটি ফুটওভার ব্রিজ। অফিস থেকে বাজার পর্যন্ত এই ফুট ওভার ব্রিজ করা হবে বলে জানা গিয়েছে। এছাড়াও লিফটের ব্যবস্থা থাকবে এই নতুন স্টেশনে। যদিও হকারদের জন্য কি ব্যবস্থা করা হবে তা এখনো পর্যন্ত সঠিকভাবে বলতে পারেনি শেওড়াফুলি স্টেশন কর্তৃপক্ষ।
স্বাধীনতা সংগ্রামী পরিবারের সদস্যদের শেওড়াফুলি স্টেশনের সংবর্ধনা দেওয়া হয় এই দিনকে। এছাড়াও রেলের ডিভিশনাল অফিসার থেকে নোডাল অফিসারদের মতো উচ্চ পদস্থ কর্মীরা আজ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আজ গোটা শেওড়াফুলি স্টেশন চত্বর সাজিয়ে তোলা হয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি দিয়ে।