মুর্শিদাবাদ: কীভাবে পুজো হবে, করোনাবিধি কীভাবে মানা হবে, এই সকল প্রশ্নে কার্যত জেরবার ছিল আম বাঙালি। অবশেষে সব প্রশ্নের উত্তর দিয়ে ভাল-মন্দ মিশিয়ে কেটে গেল এ বছরের দুর্গোৎসব। যদিও কার্যত দর্শকশূন্য ছিল মণ্ডপ, তবুও মনের আনন্দে পরিবার পরিজনদের সঙ্গে বাঙালি মেতে উঠেছিল নিজের ছন্দে। কিন্তু ছন্দপতন ঘটল বিসর্জন ঘিরে। প্রতিমা নিরঞ্জন করতে গিয়ে ঘটে গেল দুর্ঘটনা। নৌকা ডুবে মৃত্যু পাঁচ জনের। মুর্শিদাবাদের বেলডাঙায় ডুমনিদহ বিলে প্রতিমা বিসর্জন দিতে গিয়ে দুর্ঘটনাটি ঘটেছে।
জানা গিয়েছে বিলের মাঝখানে আচমকাই উল্টে যায় পাশাপাশি থাকা দুটি নৌকা। আশেপাশে আরও নৌকা থাকায় দ্রুত শুরু হয় উদ্ধারকাজ। যদিও কাউকেই বাঁচানো সম্ভব হয়নি। মৃত অবস্থায় উদ্ধার করা হয় পাঁচজনকে। প্রাথমিকভাবে নৌকায় প্রতিমাসহ অতিরিক্ত লোক উঠে যাওয়ায় বিপত্তি বলে মনে করা হচ্ছে। এছাড়াও নৌকার অবস্থা কেমন ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। সব মিলিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।