Today Trending Newsদেশনিউজ

দৃষ্টান্তমূলক শাস্তি আর্জি, পিছিয়ে গেল কুলদীপের সাজা ঘোষণা

Advertisement

সিবিআই চাইছে উন্নাও এর নাবালিকাকে ধর্ষণ ও খুনের চেষ্টার ঘটনায় দোষী বিজেপি বিধায়ক কুলদীপ দৃষ্টান্তমূলক সাজা ঘোষণা হোক। কিন্তু সাজা ঘোষণা খানিকটা পিছিয়ে গেল। সাজা ঘোষণা হবে ২০ ডিসেম্বর।

অন্যদিকে দোষী বিধায়কের আইনজীবী আদালতে জানান কুলদীপের বর্তমান আর্থিক অবস্থা খুব একটা ভাল না, তাই তিনি নির্যাতিতাকে ক্ষতিপূরণের টাকা দিতে পারবে না। সেই সঙ্গে আইনজীবির আবেদন করে, জেলে কুলদীপের ব্যবহার খুবই ভালো ছিল, তাই তাকে যেন শাস্তির পরিমাণটা কমিয়ে দেওয়া হয়। ঘটনাটি ঘটেছিল ২০১৭ সালে, ধর্ষণের ঘটনায় নাম উঠে উত্তরপ্রদেশের বাংগের মৌয়ের চারবারের বিধায়ক কুলদীপ সরকারের বিরুদ্ধে।

আরও পড়ুন : সরকারি সম্পত্তি নষ্ট করলে, গুলি করার নির্দেশ কেন্দ্রীয় রেলপথ মন্ত্রী

অপরাধ করে, সেই অপরাধের জন্য ধর্ষিতার বাবা ও তার আত্মীয় কে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয় ষড়যন্ত্র করে। কুলদীপ এর বিরুদ্ধে পকসো সহ একাধিক ধারায় মামলা দায়ের করা হয় কুলদীপের বিধায়ক পদ শেষমেষ বাতিল হয়ে যায় দল থেকে বহিষ্কার করা হয় কুলদীপকে সাহায্য করার অভিযোগে মামলা হয় তার সঙ্গে শশী সিংহ রায়ের বিরুদ্ধে। তার বিরুদ্ধে কোন প্রমাণ না থাকায় আদালত তাকে ছেড়ে দেয়।

তবে কিশোরীর পরিবারের তরফ থেকে জানানো হয়েছে তারা পুলিশের প্রতি আস্থাশীল নয়। তাই তারা সিবিআই কে জানিয়েছেন, এই মামলায় তারা যেন হস্তক্ষেপ করে। তদন্তের ভার যায় সিবিআইয়ের হাতে।

Related Articles

Back to top button