অমানবিক! শিশুকন্যার মৃতদেহ খুবলে খাচ্ছে রাস্তার কুকুর, ভাইরাল হাসপাতালের ভিডিও
কানপুর: মাঝে মাঝে সমাজে বিভিন্ন সময়ে এমন কিছু ঘটনা ঘটে যায়, যা কার্যত নাড়িয়ে দেয় ভেতরে লুকিয়ে থাকা বিবেককে। প্রশ্ন ওঠে অনেক। যেমন, প্রশ্ন ওঠে চারপাশে কি সবাই অমানবিক? প্রশ্ন ওঠে কোন দেশে বাস করছি আমরা? মানবিকতার এত অভাব কেন এ দেশে? এরকম সকল প্রশ্ন উঠেছে আবার। কারণ, উত্তরপ্রদেশের কানপুরের এক হাসপাতালে এমন ন্যক্কারজনক এক ঘটনা ঘটেছে, যা দেখে আপনি কার্যত শিউরে উঠবেন। এই ঘটনাটি কার্যত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। যার ফলে ক্ষোভে রোষে ফুটছে গোটা দেশ।
ভিডিওতে দেখা যাচ্ছে হাসপাতাল চত্বরে একটি শিশুকন্যার মৃতদেহ চাদরে মোড়া স্ট্রেচারে পড়ে রয়েছে। আর সেই মৃতদেহকে কার্যত খুবলে খুবলে খাচ্ছে একটি রাস্তার কুকুর। এমন ভিডিও দেখে আপনার মনে প্রশ্ন জাগতে পারে যে, মানুষ কি পৃথিবীর সবচেয়ে বড় অমানবিক বস্তু? এই ভিডিওটি নিজেদের টুইটার হ্যান্ডেলে পোস্ট করেছে উত্তরপ্রদেশের অন্যতম দল সমাজবাদী পার্টি। আর তারপর এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্লাটফর্মে ভাইরাল হয়ে যায়।
संभल में स्वास्थ्य सेवाओं की रोंगटे खड़े कर देने वाली खौफनाक तस्वीर आई सामने।जिला अस्पताल में स्वास्थ्य कर्मियों की लापरवाही की वजह से स्ट्रेचर पर रखे बच्ची के शव को कुत्तों ने नोच कर खाया। जांच करा लापवाही बरतने वालों के खिलाफ हो सख्त कार्रवाई। शोकाकुल परिवार के प्रति संवेदना! pic.twitter.com/3tgEHCTQpb
— Samajwadi Party (@samajwadiparty) November 26, 2020
জানা গিয়েছে, ইতিমধ্যে হাসপাতালে সুপার ও এক ওয়ার্ড বয়কে সাসপেন্ড করা হয়েছে। সমাজবাদী পার্টি টুইট করে লিখেছেন, ‘সম্ভলে স্বাস্থ্য পরিষেবা রোম খাড়া করে দেবে, অত্যন্ত ভয়ের ছবি সামনে এসেছে৷ জেলা হাসপাতালে কর্মীদের অযোগ্যতায় স্ট্রেচারে রাখা বাচ্চার শবদেহ কামড়ে ছিঁড়ে খাচ্ছে কুকুর৷ তদন্তে অভিযুক্তের বিরুদ্ধে শক্ত ব্যবস্থা নেওয়া হোক, শোকাকুল পরিবারের প্রতি সমবেদনা৷’ কুড়ি সেকেন্ডের এই ভিডিও কার্যত গোটা দেশে প্রশ্ন তুলে দিয়েছে যে, মানবিক কবে হবে সমাজ?