এ বছর ভারতের কিছু জায়গায় তুলনামূলকভাবে বেশি আবার তুলনামূলকভাবে কম বৃষ্টি হয়েছে। কিন্তু বর্ষা যাওয়ার এক হতাশাজনক তথ্য দিল নাসা। মার্কিন গবেষনা সংস্থা নাসা ও ভারতীয় গবেষনা সংস্থা ইসরোর যৌথ পর্যবেক্ষণে উঠে এল এক চাঞ্চল্যকর তথ্য।
দুই গবেষণা সংস্থার বিজ্ঞানীরা জানিয়েছেন বায়ুমন্ডলে বিপুল পরিমাণ অ্যারোসল কণা জমা হয়, তার পরিমাণ অনেকটাই বেড়ে গেছে। বায়ুমণ্ডলে অ্যারোসলের স্তর যথেষ্ট পুরু হয়ে গেছে। যার ফলে বিপদের মুখে ভারত। কারন ভারতে এবার ভয়াবহভাবে উঠতে চলেছে খরা পরিস্থিতি। কলকারখানা থেকে আসা বিষাক্ত গ্যাস ও ধোঁয়া ওই অ্যারোসল কণার জন্ম দেয়। এই বিষয় সকল ভারতবাসীর জন্য ভয়াবহ।
বড় ঘোষণাঃ চাঁদে মানুষ পাঠাবে ISRO