হিন্দি টেলিভিশনের জগতে জিটিভিতে সম্প্রচারিত হিন্দি সারেগামাপা অন্যতম জনপ্রিয় গানের রিয়্যালিটি শো। এই সিজনে এক ঝাঁক বাঙালি প্রতিযোগী অংশগ্রহণ করেছেন। তাদের মধ্যে অনন্যা চক্রবর্তী অন্যতম। জি বাংলার সারেগামাপার মঞ্চে থেকে তিনি পরিচিত হতে শুরু করেছিলেন দর্শকমহলে। তবে গত বছরের শেষের দিকে অংশগ্রহণ করেছেন হিন্দি সারেগামাপা’তে।
একজন ভালো গায়িকা হওয়ার পাশাপাশি নিজের সোশ্যাল মিডিয়ার পাতাতেও তিনি ভালোই অ্যাক্টিভ। সম্প্রতি তার শেয়ার করা একটি পোস্ট রীতিমতো ভাইরাল হয়েছে নেটমাধ্যমে। সম্প্রতি গায়িকা নিজের মেন্টর ও গুরু জয়দীপ দিলীপ ভাগবতকর এবং নীরজ কালকরের সাথে একটি ছবি শেয়ার করে ‘বাঙালি শিল্পীদের অবাঙালি শিল্পীরা বোম্বেতে উঠতে দেয় না সেই প্রসঙ্গে ক্যাপশনে মুখ খুলেছেন।
শোনা যায়, অবাঙালি শিল্পীদের জন্যই বাংলার অন্যতম প্রতিভা কালজয়ী গায়িকা সন্ধ্যা মুখোপাধ্যায় বোম্বেতে নিজের জায়গা করতে পারেননি। তবে এই মন্তব্যের পুরো উল্টো সুরে কথা বলেছেন অনন্যা। তিনি তার মেন্টর ও গুরুর সাথে ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন-
ভারতবর্ষ বিচিত্র। যেমনটা শোনা যায়, ‘বাঙালি শিল্পীদের অবাঙালী শিল্পীরা উঠতেই দেয়না, জায়গা ছাড়েনা।’ অন্যদিকে বম্বের এই দুই মহারাষ্ট্রীয় গুরু, পশ্চিমবঙ্গ থেকে আসা এক লোক সঙ্গীত শিল্পীকে অর্থাৎ অনন্যা চক্রবর্তীকে চূড়ান্ত ভালোবেসেছেন। নিজের মেয়ের মতো সমস্ত রকম তার ‘জংলীপনা’ সহ্য করছেন তারা, গায়িকা মাছ খেতে পারেন না বলে, নিজের হাতে বাজার করে তারা মাছ কিনে রান্না করে আনে। গাইকার গুরুর তার প্রতি অগাধ বিশ্বাস। সবসময় তারা তাকে বলেন, সে পারবে, তাকে পারতেই হবে। গায়িকা বলেছেন, যেকোনো রকম ভেদাভেদ থেকে দূরে থাকার কথা। অবশ্যই ভালোবাসা ছড়িয়ে দেওয়ার কথাও বলেছেন তিনি। শেষে তিনি বলেছেন ভালোবাসা ছাড়া আর বিশেষ কিছুই নেই।