শ্রেয়া চ্যাটার্জি – গোটা বিশ্ব জুড়েই কার্যত লকডাউন চলছে। আর এর একটা ইতিবাচক দিক পড়েছে পৃথিবীর প্রাকৃতিক পরিবেশের উপর। বায়ুমণ্ডলের দূষণের বাচ্চা কমেছে নদীর জলে ও দূষণ কমে একেবারে কাঁচের মতন স্বচ্ছ হয়েছে। কয়েকদিন ধরে একটি ছবি সোশ্যাল মিডিয়ায় রীতিমত ভাইরাল হয়েছে। লকডাউনের জেরে দূষণের মাত্রা কমার ফলে ইজনিক হ্রদের জল ক্রমশ পরিষ্কার হয়ে উঠেছে। আর তার ফলেই ১৬০০ বছর পুরনো স্থাপত্য মানুষের চোখের সামনে উঠে এসেছে।
এ পুরনো স্থাপত্যটি একটি গির্জার। যা সমুদ্রপৃষ্ঠ থেকে ১০ ফুট গভীরে রয়েছে। তবে এর সন্ধান আগেই পাওয়া গিয়েছিল। একদল মার্কিন প্রত্নতাত্ত্বিক ২০১৪ সালে স্থাপত্যের খোঁজ পান। ঐতিহাসিক তথ্য থেকে জানা যায়, আনুমানিক ৩৯০ খ্রিস্টাব্দ নাগাদ তৈরি হয়েছে এই স্থাপত্যটি। গির্জার নাম ব্যাসিলিকা। কিন্তু ৭৪০ খ্রিস্টাব্দ নাগাদ ভয়ংকর ভূমিকম্প হওয়ায় পুরো স্থাপত্যটি হ্রদের গর্ভে বিলীন হয়ে যায়।
লকডাউন এর জেরে এত বড় স্থাপত্যের বিষয়টি জনসমক্ষে এসেছে। সমুদ্রের গহবরে এমন কতইনা ইতিহাস তলিয়ে থাকে। প্রাকৃতিক বিপর্যয়, নদীর হঠাৎ করে গতি পরিবর্তন, ভূমিকম্প ইত্যাদির ফলে নগর, শহর, স্থাপত্য, ধ্বংস হয়ে যায়। প্রত্নতাত্ত্বিকরা সেগুলি সমুদ্রের তলা থেকে, মাটির তলা থেকে উদ্ধার করে মানুষের সামনে নিয়ে আসেন। এসবের থেকে টেনে হিঁচড়ে বার করা হয় সে যুগের ইতিহাস।