আলিপুর আবহাওয়া দপ্তর সূত্র থেকে খবর সারা দেশজুড়ে ব্যাপক বৃষ্টির সম্ভবনা রয়েছে। উপকূল অঞ্চল উত্তাল হতে চলেছে। অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়, গুজরাত, মধ্য মহারাষ্ট্র, তামিলনাড়ু, তেলঙ্গানা, রায়লসীমা, গোয়া অঞ্চলে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ থেকে শুরু করে উত্তরপ্রদেশ, পূর্ব রাজস্থান মধ্যপ্রদেশ, ছত্তীশগড়, বিহার, উত্তরবঙ্গ-সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় ঝড়বৃষ্টির সতর্কতা রয়েছে ৷
ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। আন্দামান ও নিকোবর, ওড়িশা, সিকিম, ছত্তিশগড় এই রাজ্যগুলোতে বজ্রবিদ্যুৎ সহ ব্যাপক বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস।
সমুদ্র উপকূল উথাল পাতাল হতে চলেছে। তাই মৎস্যজীবীদের মাছ ধরতে যেতে আগামী ৩ দিন নিষেধ করা হয়েছে। জারি করা হয়েছে রেড অ্যালার্ট।