সাবধান! আর কিছুক্ষনের মধ্যে ভারী বৃষ্টি এই ৫ জেলায়! জানালো আলিপুর আবহাওয়া দফতর

কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে, জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তবে ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই বললেই চলে। কিন্তু উত্তরবঙ্গের ৫ জেলা - দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার,…

Avatar

কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে, জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তবে ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই বললেই চলে। কিন্তু উত্তরবঙ্গের ৫ জেলা – দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার ও কালিম্পঙে ভারী বৃষ্টির সর্তকতা আছে। বিক্ষিপ্ত ভাবে কয়েক জায়গায় ভারী বৃষ্টি হলেও তারপরে আর কোনও ভারী বৃষ্টির সর্তকতা নেই। এছাড়া আগামী ২৪ ঘণ্টায় ওড়িশা ও পশ্চিমবঙ্গ উপকূলবর্তী এলাকায় ঘণ্টায় ৪৫ কিমি বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। তার দরুন মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করেছে আবহাওয়া দফতর।

রাজ্যে দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬-২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। রাজ্যে বৃষ্টিপাতের ঘাটতি ২৩%। তবে কলকাতায় বৃষ্টিপাতের ঘাটতির পরিমাণ স্বাভাবিক, ১৯ % ।