৩ মাস বয়স, ছোট্ট মেয়ের ছবি শেয়ার করলেন অভিনেত্রী অঙ্কিতা মজুমদার পাল
সম্প্রতি অভিনেত্রী অঙ্কিতা মজুমদার পালের কন্যা আরুণ্যার বয়স তিন মাস হল। তিন মাসের আরুণ্যার ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন তার মা অঙ্কিতা। খুব সুন্দর একটি কেক কেটে ছোট্ট আরুণ্যার তিন মাসের জন্মদিন পালন করেছেন অঙ্কিতা। আরুণ্যার ছবি সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট ভাইরাল হয়েছে। নেটিজেনরা আরুণ্যাকে অনেক ভালোবাসা জানিয়েছেন।
লকডাউনের আগে কলকাতা থেকে গুয়াহাটিতে শ্বশুরবাড়িতে গিয়েছিলেন অন্তঃসত্ত্বা অঙ্কিতা। সেখানেই জন্ম হয় তাঁর ও সৌমিত্রর কন্যাসন্তান আরুণ্যার।
2019 সালের ফেব্রুয়ারি মাসে আনুষ্ঠানিক ভাবে বিয়ে হয় অঙ্কিতা ও সৌমিত্রর। ‘জড়োয়ার ঝুমকো’ সিরিয়ালে অভিনয় করছিলেন অঙ্কিতা। চলতি বছর পাঁচ মাসের অন্তঃসত্ত্বা অঙ্কিতা আন্তর্জাতিক মাতৃদিবসে সন্তানসম্ভবা মায়ের ছবি এঁকে ফেসবুকে পোস্ট করেছিলেন এবং জানিয়েছিলেন তাঁর শরীরে নতুন প্রাণের সঞ্চারের কথা। নেটিজেনরা অঙ্কিতাকে শুভেচ্ছা জানিয়েছিলেন।