রাজ্যসভার মোট ৫৫টি আসনে নির্বাচন হতে চলেছে আগামী ২৬ মার্চ, যার মধ্যে পশ্চিমবঙ্গের পাঁচ আসনও রয়েছে৷ তৃণমূলের ৪ প্রার্থীর নাম ঘোষণা করা হলেও পঞ্চম প্রার্থী কে নিয়ে সংশয় গড়ে ওঠে৷ প্রথমে বাম-কংগ্রেসের প্রার্থী হিসেবে সীতারাম ইয়েচুরির নাম উঠে আসলেও পরে তা পরিবর্তন হয়েন সর্বসম্মতিক্রমে কলকাতার প্রাক্তন মেয়র বিকাশরঞ্জন ভট্টাচার্যের নাম ঘোষণা করা হয়।
রাজ্যসভা নির্বাচনের নির্ঘণ্ট গত মঙ্গলবার ঘোষণা করা হয়েছে নির্বাচন কমিশনের তরফে, ১৩ মার্চ ছিল মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। মনে করা হচ্ছে আগামী ১২ মার্চ মনোনয়ন দিতে পারেন কলকাতার প্রাক্তন মেয়র। আগামী ২ এপ্রিল রাজ্য থেকে তৃণমূলের চার সাংসদ যোগেন চৌধুরী, কেডি সিং, আহমেদ হাসান ইমরান ও মনীশ গুপ্ত এই চার তৃণমূল সাংসদের ও বর্তমানে তৃনমূল ঘনিষ্ঠ সিপিএম সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় যে বহিস্কৃত হয়েছেন তারও মেয়াদ শেষ হচ্ছে।
আরও পড়ুন : তৃনমুলের রাজ্যসভার প্রার্থী তালিকায় অদল-বদল, ঘোষণা দলনেত্রীর
এই প্রথম নয়, এর আগেও একবার বিকাশরঞ্জন ভট্টাচার্যের নাম ঘোষণা হয়েছিল রাজ্যসভার প্রার্থী হিসেবে। কিন্তু সেইসময় সময়ের তুলনায় তার মনোনয়ন জমা দিতে দেরি হয়ে যায়, এবার তিনি কি মনোনয়ন জমা দেবেন কি না, বা আগের বারের পুনরাবৃত্তি করেন কিনা সেটাই দেখার। তবে মনোনয়ন জমা দিলে অনেকাংশে তার জয়ের সম্ভাবনা থাকছে। কারণ জেতার ক্ষেত্রে যেখানে ৪৮-৪৯টি ভোটের দরকার সেখানে বাম কংগ্রেস এর মোট ভোট রয়েছে ৫২ টি।