চীন : সারা বিশ্ব জুড়ে বর্তমানে যে মারণ ভাইরাস দাপিয়ে বিরাজ করছে তার উৎসস্থল চীনের হুবেই প্রদেশের উহান শহর। উহান থেকে সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে এই ভাইরাস। কিন্তু যখন গোটা বিশ্ব নাজেহাল এই মারণ ভাইরাসকে হাতের মুঠোয় আনতে তখনই চীন ক্রমেই স্বাভাবিক পরিস্থিতিতে ফেরে, এমনটাই জানিয়েছে চীন সরকার। তারা জানিয়েছে, আস্তে আস্তে মৃত্যুর সংখ্যা কমেছে, দীর্ঘ কয়েক মাসেচীনে আরও ৫০ শতাংশ মৃত্যু বাড়ল, তথ্যের ভুল স্বীকার চীনেরর লক ডাউনও তুলে দেওয়া হয়েছে।
কিন্তু ঘটনা হল চীনে এখন মৃত্যুর সংখ্যা আগের মোট মৃতের সংখ্যার থেকে ৫০ শতাংশ বেড়ে গিয়েছে। এমন তাজ্জব তথ্য জানিয়েছে চীন। চীন জানিয়েছে, প্রথমের দিকে যখন মৃত্যু শুরু হয় উহানে তখন সব সংখ্যা খাতায় নথিভুক্ত হয়নি। এছাড়া অনেক করোনায় আক্রান্ত রোগী নিজ বাড়িতেই মারা গিয়েছেন যার ফলে সঠিক তথ্য দিতে ব্যর্থ হয়েছে চীন সরকার। চীন সরকারের তরফে জানানো হয়েছে, করোনার উৎপত্তিস্থল উহানে পূর্বে মৃতের সংখ্যা ছিল ২৫৭৯ জন। এখন তা বেড়ে দাঁড়িয়েছে ৩৮৬৯ জন। অর্থাৎ আরও নতুন ১২৯০ টি মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। যার ফলে এখন চীনে মোট মৃত্যুর সংখ্যা ৪৬৩২।
অপরদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনকে করোনায় মৃত্যুর সংখ্যাকে কমিয়ে বলার জন্য তোপ দেগেছেন। ট্রাম্পের দাবী, চীন সরকারি ভাবে যে তথ্য সামনে আনছে আসল সংখ্যা তার চেয়ে অনেকগুন বেশি। ওয়াশিংটনের পোস্টের দাবি, চীন সরকার যে মৃতের সংখ্যা প্রকাশ করেছে তার চাইতে আরও ১৬ গুন বেশি মৃত্যু হয়েছে, যার ফলে মোট সংখ্যা কম করে ৪২ হাজার বলে মনে করছেন তারা। এছাড়া অনেকের দাবী, চীন এই ভাইরাস ল্যাবে তৈরি করেছে জৈবরাসায়নিক অস্ত্র হিসেবে।