নতুন গবেষণা! করোনা জয়ী রোগীর অ্যান্টিবডি থেকেই মিলতে চলেছে প্রথম প্যাসিভ ভ্যাকসিন
জার্মান: সারা বিশ্বে যেভাবে করোনা আতঙ্ক ছড়িয়েছে তাতে করোনা ভাইরাসের ভ্যাকসিন নিয়ে বিগত ৬ মাস ধরেই কাজ চলছে। কিন্তু প্রতিদিনই এক একটা নতুন তথ্য উঠে আসছে গবেষণার মাধ্যমে। জানা গিয়েছে করোনার অ্যান্টিবডিই নাকি কাজ করতে পারে প্যাসিভ ভ্যাকসিন হিসেবে। বিগত ছয় মাস ধরে পৃথিবীর তাবড় তাবড় বিজ্ঞানীরা চেষ্টা করছেন কি করে এই মারণ রোগ ঠেকানো সম্ভব হয়।
বার্লিনের জার্মান সেন্টার ফর নিউরোডিজেনারেটিভ ডিজিজেস-এর বিজ্ঞানীরা ৬০০ জন করোনা জয়ী মানুষের রক্তের নমুনা থেকে অ্যান্টিবডি নিয়ে পরীক্ষা করে সেল কালচার করার পর গবেষণাগারে কৃত্রিম ভাবে অ্যান্টিবডি তৈরি করেন। তাঁদের মতে অ্যাক্টিভ ভ্যাকসিনের তুলনায় প্যাসিভ ভ্যাকসিন অনেক বেশি দ্রুততার সঙ্গে কাজ শুরু করে।
তবে সমস্যার বিষয় হল কয়েক সপ্তাহের মধ্যেই এর কর্মক্ষমতা নষ্ট হয়ে যায়। কিন্তু এই আবিষ্কার কতদূর কার্যকর হবে তা জানার জন্য আগামী বছরের প্রথমেই শুরু হয়ে যাবে প্রথম দফার ট্রায়াল। প্রসঙ্গত, করোনা সংক্রমণের দিক থেকে প্রথম স্থানে আছে আমেরিকা, দ্বিতীয় স্থানে রয়েছে ভারত এবং তৃতীয় স্থানে রয়েছে ব্রাজিল।
গত মাসে ব্রাজিল আর আমেরিকাকে পেছনে ফেলে তিন নম্বরে গেলেও, ভারতে যে হারে প্রতিদিন করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে তাতে যথেষ্ট চিন্তিত দেশের আমজনতা। এই মুহূর্তে আমেরিকা ও ব্রাজিলে নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা যথাক্রমে ৩৭ হাজার ৫৬৩ ও ১৯ হাজার ৩২৪। আমেরিকাতে মোট আক্রান্ত ৬৯ লক্ষ ৩৩ হাজার ও তৃতীয় স্থানে থাকা ব্রাজিলে ৪৫ লক্ষ ৯১ হাজার।