কলকাতা পুরসভার নতুন উদ্যোগ। শহরবাসীর শরীরে অ্যান্টিবডি তৈরি হচ্ছে কিনা তা দেখতে উদ্যোগ নিল কলকাতা পুরসভা। একে বলা হয় ‘সেরোলজিক্যাল সার্ভে’, আর এর জন্য ১৬ টি ওয়ার্ডকে বেছে নেওয়া হয়েছে। এই ওয়ার্ডগুলি পিছু ৪০ জন নাগরিকের রক্ত দিয়ে নমুনা পরীক্ষা করা হবে বলে জানা গেছে। এর পাশাপাশি শহরের ৫ টি ওয়ার্ড বেছে নেওয়া হচ্ছে, এই ৫ টি ওয়ার্ড হল সেই ওয়ার্ড যেগুলি দীর্ঘদিন ধরে কন্টেনমেন্ট জোন রয়েছে। এই ৫ টি ওয়ার্ডের এলাকা থেকে ১০০ জনের রক্তের নমুনা সংগ্রহ করা হবে।
কলকাতা পুরসভার মহানাগরিক ফিরহাদ হাকিম জানিয়েছেন, এই সব নমুনা সংগ্রহ করে চেন্নাইয়ের আইসিএমআর-এ পাঠানো হবে। আর নমুনা পাঠানোর প্রায় ১ মাস পর রিপোর্ট মিলবে। এই পরীক্ষার মাধ্যমে দেখা হবে মানুষের শরীরে কতটা অ্যান্টিবডি তৈরী হচ্ছে। আর রিপোর্ট দেখে বাকি ওয়ার্ডগুলিতেও পরীক্ষা চালু করা হতে পারে বলে তিনি জানিয়েছেন।
পুরসভার স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গিয়েছে যে কিভাবে বা কাদের বেঁচে নেওয়া হবে সেটাও একটা পদ্ধতি মেনে করা হবে। এদিকে ১০ জুন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছিল, দেশে সক্রিয় করোনা আক্রান্তের থেকে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা বেশি। যা কিছুটা স্বস্তি দিয়েছে বিশেষজ্ঞদের। কিন্তু কলকাতাতে করোনা আক্রান্তের সংখ্যা ক্রমেই বেড়ে চলেছে। পশ্চিমবঙ্গের সবথেকে বেশি করোনা আক্রান্ত হয়েছে কলকাতাতেই।