বিধানসভা ভোট যত কাছে আসছে ততই শাসকদলের অন্তর্কলহ স্পষ্ট হচ্ছে। রীতিমতো দল ছাড়া হিড়িক পড়ে গিয়েছে তৃণমূলে। এই ভাঙ্গনের মাঝে মা তারার কাছে প্রার্থনা করলেন বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। মায়ের কাছে প্রার্থনা করলেন তৃণমূল যেন এই বারের বিধানসভা নির্বাচনে ২২৫টি আসন দখল করতে পারে। পাশাপাশি তিনি বৃদ্ধ নেতাদের মানভঞ্জন এর চেষ্টা করছেন ক্রমাগত।
এদিন সকালে তারাপীঠে পুজো দিতে যান অনুব্রত মণ্ডল। পুজো দিয়ে বেরিয়ে নাম না করে কটাক্ষ করে শুভেন্দু অধিকারী কে উদ্দেশ্য করে বললেন,”যারা ধান্দাবাজ তারা বেরিয়ে যাবে। এইরকম দু’চারটে নেতা বেরিয়ে গেলে কিছু হবে না। কর্মীরাই নেতা তৈরি করে। এরপরেও কর্মীরাই নেতা তৈরি করবেন।”
এরপর তিনি জানিয়েছেন মায়ের কাছে তিনি ২২৫টি আসন চেয়েছেন। তিনি নিশ্চিত যে বাংলায় ফের তৃণমূল সরকার গঠন করতে চলেছে। তবে এদিন কালনার বিক্ষুব্ধ তৃণমূল বিধায়ক বিশ্বজিৎ কুণ্ডুকে ফোন করেছেন অনুব্রত মণ্ডল। সেখানে বলেছেন,”কোথাও যাবি না। দলে তোর মত ছেলে দরকার।” রাজ্যের মন্ত্রী আশীষ বন্দোপাধ্যায় এর সঙ্গে বৈঠক করেছেন অনুব্রত এ দিন সন্ধ্যেবেলা। তবে সেই বৈঠকে কি নিয়ে আলোচনা হয়েছে তা এখনো জানা যায়নি।
শুভেন্দুর দল ও ত্যাগের পর একের পর এক অনেকে তৃণমূল ছেড়ে দিচ্ছেন। দলের একের পর এক দাপুটে নেতা দলের বিরুদ্ধে সরব হতে শুরু করেছেন। একে একে ইস্তফা দিয়ে দল ছেড়ে দিয়েছেন একাধিক নেতা। গুঞ্জন ছড়িয়ে আছে বীরভূমের আরো দুই নেতা দলবদল করতে চলেছেন। তাদের মধ্যে একজন আশিস বন্দোপাধ্যায়। এই কারণে মন্ত্রীর সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলে তার সমস্ত অভাব-অভিযোগ শুনেছেন অনুব্রত মণ্ডল। অন্য দিকে, এদিন বিশ্বজিৎ কুণ্ডুর দলের বিরুদ্ধে মুখ খুলেছেন। সাংসদ সুনিল মন্ডলের বাড়িতে অনুব্রতের বৈঠকেও তিনি উপস্থিত ছিলেন বলে জানা যায়। ফলে, বর্তমানে ভোটের আগে তৃণমূলে দলবদল এর হাওয়া তুঙ্গে।