নিউজদেশ

APAAR CARD: APAAR আইডি শিশুদের জন্য আধারের থেকেও বেশি গুরুত্বপূর্ণ, জেনে নিন কি কি সুবিধা পাবেন

আধার কার্ড এখনো সারা ভারতে একটা গুরুত্বপূর্ণ নথি হিসেবে বিবেচিত হয়

Advertisement

আধার কার্ড ভারতের সাধারণ মানুষের জন্য একটা বিরাট জনপ্রিয় ডকুমেন্ট হয়ে উঠেছে। তবে এবারে সরকার শিক্ষার্থীদের জন্য একটি নতুন আইডি কার্ড নিয়ে আসতে চলেছে বলে জানা যাচ্ছে। এই নতুন আইডি কার্ডের নাম দেওয়া হয়েছে APAAR CARD। অটোমেটেড পার্মানেন্ট একাডেমিক অ্যাকাউন্ট রেজিস্ট্রি অর্থাৎ APAAR হতে চলেছে ভারতীয় গৃহ মন্ত্রণালয় দ্বারা জারি করা একটি নতুন আইডি কার্ড। ইতিমধ্যেই এই মন্ত্রণালয়ের তরফ থেকে এই নতুন রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। APAAR আইডি কার্ডের মাধ্যমে শিক্ষার্থীদের জন্য বৃত্তি শিক্ষা ঋণ সরকারি প্রকল্পের সুবিধা পুরস্কার ইত্যাদি পাওয়া অনেকটা সহজ হয়ে যাবে। সারা দেশের সমস্ত স্কুলের শিক্ষার্থীদের জন্য এই আইডি কার্ড তৈরি করা হবে।

আপনাদের জানিয়ে রাখি স্বয়ংক্রিয় স্থায়ী একাডেমিক রেজিস্ট্রি অর্থাৎ APAAR ওয়ান নেশন ওয়ান স্টুডেন্ট আইডি মিশনের অন্তর্ভুক্ত। এটি হতে চলেছে একটি ইকোসিস্টেম রেজিস্ট্রি বা এডুলকার। এর অধীনে সমস্ত শিক্ষার্থীর একটি ১২ সংখ্যার অনন্য কোড থাকবে। একেবারে আধার কার্ডের মত একটা কার্ড হবে যার উপরে শিক্ষার্থীদের এই ইউনিট কোড প্রিন্ট করা থাকবে। শিক্ষার্থীরা স্কুল পরিবর্তন করলেও তাদের এই আইডি কার্ডের নম্বর পরিবর্তন হবে না। ভবিষ্যতে ভর্তি প্রক্রিয়াতেও এই কার্ড ব্যবহার করা যেতে পারে। ইউনিক এই আইডি কার্ডের মাধ্যমে যেকোন স্থানে অবস্থিত স্কুল থেকে শিক্ষার্থীর বিস্তারিত তথ্য পাওয়া যেতে পারে। জানানো হচ্ছে, আধার আইডি কার্ডের সঙ্গে এই নতুন আইডি কার্ড লিঙ্ক করা হবে। এতে শিশুদের একাডেমিক যাত্রার সম্পূর্ণ হিসাব থাকবে। আর সব তথ্য এক জায়গা থেকে পাওয়া যাবে। আর এই তথ্য সম্পূর্ণ গোপন থাকবে। ১৮ বছর পূর্ণ হয়ে গেলে ভোটার আইডি কার্ডের জন্য শিক্ষার্থীর নাম অন্তর্ভুক্ত হয়ে যাবে এখান থেকেই। এই আইডি কার্ডের মাধ্যমে শিক্ষার্থীরা পেয়ে যাবেন একটা ক্রেডিট স্কোর। উচ্চশিক্ষা এবং চাকরির সময় তারা এর সুফল পেয়ে যাবেন।

এই কার্ড তৈরি করতে শিক্ষার্থীদের অবশ্যই একটি বৈধ আধার কার্ড থাকতে হবে। এছাড়াও তাদের ডিজি লকার একটি একাউন্ট থাকতে হবে। এর মাধ্যমে শিক্ষার্থীদের কেওয়াইসি সম্পন্ন হবে। শিক্ষার্থীদের তাদের স্কুল বা কলেজ থেকে এই কার্ড দেওয়া হবে। শিশুদের অভিভাবকদের সম্মতিতে এর জন্য রেজিস্ট্রেশন করা হবে। অভিভাবকরা যেকোনো সময় তাদের সম্মতি প্রত্যাহার করতে পারেন। এর জন্য স্কুলগুলোর তরফ থেকে একটা ফরম্যাট ফর্ম দেওয়া হবে। এখানে সেই শিক্ষার্থী তাদের বাবা-মায়ের সম্মতি নিয়ে আসবেন। সম্মতি পাওয়ার পরে স্কুল এই APAAR CARD এর জন্য আবেদন করবে।

Related Articles

Back to top button