Apache RTR 125: কিলার লুক সহ অবিশ্বাস্য ফির্চাস, কিনুন কম দামে এই সুপার বাইক
গ্রাহকদের চাহিদের কথা মাথায় রেখে জনপ্রিয় গাড়ি নির্মাণ সংস্থা TVS নিজেদের Apache RTR 160-এর নতুন সংস্করণ বাজারে আনতে চলেছে।
বর্তমানে ভারতের বাজারে 125cc-র একাধিক গাড়ি উপলব্ধ থাকলেও মাইলেজের দিক থেকে সবাইকে পিছনে ফেলতে চলেছে বাজাজের এই শক্তিশালী গাড়ি। শুরুতেই আমরা আপনাদের জানিয়ে রাখি, বাজাজের এই 125cc গাড়িটি লিটার প্রতি তেলে 70 কিলোমিটার মাইলেজ দিতে সক্ষম। শুধু তাই নয়, দুর্দান্ত এই গাড়িটি সর্বোচ্চ 104 কিলোমিটার গতি তুলতে সক্ষম। বিশেষজ্ঞরা মনে করছেন, বাজাজের এই নতুন গাড়িটি Honda SP125cc, Bajaj Pulsar 125cc, Super Splendor 125cc গাড়িগুলির সাথে তীব্রভাবে প্রতিযোগিতা করবে ভারতের বাজারে।
আজ্ঞে হ্যাঁ, গ্রাহকদের চাহিদের কথা মাথায় রেখে জনপ্রিয় গাড়ি নির্মাণ সংস্থা TVS নিজেদের Apache RTR 160-এর নতুন সংস্করণ বাজারে আনতে চলেছে। কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে, শীঘ্রই ভারতের বাজারে Apache RTR 125 মডেলের গাড়িটি লঞ্চ করা হবে। তবে লঞ্চের আগেই গাড়িটির একাধিক ফির্চাস প্রকাশ্যে এসেছে। যেগুলি দেখে রীতিমতো অবাক হতে শুরু করেছে বাইক প্রেমীরা।
প্রথমত, ডিজাইনের দিক থেকে যেকোন স্পোর্টস গাড়িকে টক্কর দিতে প্রস্তুত Apache RTR 125 বাইকটি। পাশাপাশি, যদি এই বাইকের ইঞ্জিন সম্পর্কে বলি, তবে এতে 124cc শক্তিশালী সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। যা সর্বোচ্চ 12 Bhp (8500 Rpm) শক্তি এবং 10.5 Nm (6500 Rpm) সর্বোচ্চ টর্ক উৎপন্ন করতে সক্ষম। তাছাড়া শক্তিশালী এই ইঞ্জিনটি 5-স্পিড গিয়ার বক্সের দ্বারা নিয়ন্ত্রিত হবে।
যদি শক্তিশালী এই বাইকে যাত্রীদের নিরাপত্তার কথা বলি, তবে এতে একটি 270 মিমি ফ্রন্ট ডিস্ক ব্রেক এবং একটি 130 মিমি পিছনের ড্রাম ব্রেক ব্যবহার করা হয়েছে। এছাড়া বাইকটির 12 লিটারের ফুয়েল ট্যাঙ্ক লম্বা দূরত্ব অতিক্রম করার জন্য গ্রাহকদের চাহিদা পূরণ করবে বলে অনুমান করছেন কোম্পানিটির কর্মকর্তারা। যদিও কোম্পানির তরফ থেকে গাড়িটির দামের ব্যাপারে কোনরকম তথ্য প্রকাশ করা হয়নি। তবে বাইক বিশেষজ্ঞরা মনে করছেন, শক্তিশালী এই বাইকটির শোরুম মূল্য 85 হাজার টাকা থেকে 1 লাখ টাকার মধ্যে হতে পারে।