Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

করোনা আবহে বাড়ানো হল ক্যাবের ভাড়া, দিশেহারা আমজনতার

By
Updated :  Wednesday, June 30, 2021 3:01 PM

করোনা অবস্থাতে এইবার বৃদ্ধি পেল অ্যাপ ক্যাবগুলির ভাড়া। এইবার অনলাইনে বুক করে ক্যাবে উঠলে গ্রাহককে আরও বেশি টাকা খরচ করতে হবে। জানা গিয়েছে যে, জ্বালানির দাম বৃদ্ধি এবং তা ক্রমে উর্ধ্বমুখী থাকার কারণেই এমন সিদ্ধান্ত নিয়েছে অ্যাপ ক্যাব কর্তৃপক্ষ। তবে এই সিদ্ধান্ত যে মানুষকে আরও ভাবিয়ে তুলবে তা আর বলার বাকি থাকেনা।

করোনার এই ২য় ঢেউ এর কারণে বাংলায় জারি করা হয়েছে কড়া বিধিনিষেধ। সেই কারণে প্রায় ২ মাস ধরে বন্ধ রয়েছে স্বাভাবিক যান চলাচল। বন্ধ গণ পরিবহণ ব্যবস্থা। বাস, অটো না থাকায় জরুরী প্রয়োজনে যাতায়াতের উপায় হয়ে দাঁড়িয়েছে হয় ট্যাক্সি নয় ক্যাব। কিন্তু এইবার সেই ক্যাবের ভাড়া বৃদ্ধির কারণে সাধারণ মানুষের মাথায় হাত বলা চলে। সম্প্রতি এক রিপোর্টে জানা গিয়েছে যে যেখানে আগে প্রতি কিলোমিটারে ক্যাব কর্তৃপক্ষ হতে ভাড়া নেওয়া হত ১০ টাকা। সেখানেই এখন ১ কিমি যেতে দিতে হবে ১৪ টাকা ৭০ পয়সা। তবে অন্যদিকে টাইম চার্জ কমানো ও হয়েছে। করা হয়েছে ১ টাকা।

সব কিছু মিলিয়ে ভাড়া বাড়ানো হয়েছে ১৫%। দেশ জুড়ে প্রতিনিয়ত বেড়ে চলেছে পেট্রল এবং ডিজেলের দাম। এমন অবস্থায় ক্যাব কিংবা ট্যাক্সি চালিয়ে ঘর চালানো দায় হয়েছে ট্যাক্সি অথবা ক্যাব চালকদের। এমন অবস্থায় এই উর্ধ্বমুখী জ্বালানির দামের কথা মাথায় রেখেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে ক্যাব কর্তৃপক্ষের পক্ষ থেকে। অন্যদিকে বাস মালিকদের মুখেও একই কথা। ৫০% যাত্রী নিয়ে পরিষেবা চালু করার কথা বলা হলেও তাতে সমস্যা হবে বাসমালিকদের। গত বছরই করোনার কারণে মধ্যবিত্তের চিন্তা বেড়ে গিয়েছিল এই বাস অটোর কারণে। এইবারও ঠিক তাই। তবে ক্যাবের ভাড়া বৃদ্ধিতে চিন্তিত যাত্রীর দল।