টেক বার্তা

বাজারে এসে গেল অ্যাপেলের সবচেয়ে সস্তার স্মার্টফোন, দেখুন একনজরে

Advertisement

অবশেষে করোনা মহামারীর মধ্যেই অ্যাপল সংস্থা তার আইফোন SE ফোনটি বাজারে এনে সমস্ত অপেক্ষার অবসান ঘটালো। আমরা প্রায় দুবছর ধরে এই পকেট সুলভ ফোনটি চালু করার কথা শুনে আসছি। 64 জিবি স্টোরেজের এই স্মার্টফোনটির ভারতে দাম শুরু 42,500 টাকা থেকে। আসুন জেনে নিই ফোনটির বৈশিষ্ট্য সম্পর্কে –

1. 4.7 ইঞ্চি রেটিনা HD ডিসপ্লে।

2. আইফোন 8 এর মতোই  অল-গ্লাস ডিজাইন এবং টাচআইডি।

3. সবচেয়ে শক্তিশালী A13 বায়োনিক চিপসেট।

4. 12 MP f/1.8 অ্যাপারচার ওয়াইড ক্যামেরা। 7 MP সেল্ফি ক্যামেরা।

5. Qi সার্টিফায়েড চার্জার সহ ওয়্যারলেস-চার্জিং।

6. iOs 13 সফটওয়্যার।

7. ফোনটি তিনটি মডেল যথা 64জিবি,128 জিবি এবং 256 জিবি স্টোরেজে পাওয়া যাবে।

ভারতে এই সংস্থাটি এখনও পর্যন্ত 64 জিবি মডেলটির দাম ঘোষণা করেছে। 128 জিবি এবং 256 জিবির দাম এখনও প্রকাশ করা হয়নি।

Related Articles

Back to top button