তাপমাত্রা আর উষ্ণ মৃত্তিকার জেরে ফের গাছপালা জন্মাচ্ছে উত্তর মেরুতে, চিন্তায় বিজ্ঞানীরা
উত্তর মেরুর বরফ গলে যাওয়ার মাঝে নতুন সমস্যা, দেখা গেছে উত্তর মেরুর কিছু অংশে উষ্ণ বায়ু ও মাটির কারণে প্রচুর গাছপালা জন্মাচ্ছে। উত্তর মেরুর বিস্তীর্ণ অঞ্চল জুড়ে আর্কটিক তুন্দ্রা, আলাস্কা থেকে কানাডা হয়ে সাইবেরিয়া পর্যন্ত গাছপালার অনেক পরিবর্তন দেখা যাচ্ছে। নাসা এবং ইউএস জিওলজিকাল সার্ভে বা ইউএসজিএসের যৌথ প্রকল্পে ল্যান্ডস্যাটের উপগ্রহ ব্যবহার করে দেখা গিয়েছে এই বিশাল পরিবর্তনের ছবি। গাছপালা বাড়ার সাথে সাথে বাড়বে বায়ুমণ্ডলে কার্বনের পরিমাণ। অন্য দিকে তাপমাত্রা বেড়ে বরফ গলেও গ্রিনহাউজ গ্যাসের পরিমাণ বেড়ে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে।
বিজ্ঞানীদের আশংকা তুন্দ্রা অঞ্চলের গাছপালা বলে যাওয়ার ফলে সরাসরি প্রভাব পড়বে সেখানকার তৃণভোজী প্রাণীদের উপরে। এমনকি সেই ক্ষতির সম্মুখীন হতে পারে সেই এলাকার মানুষও কারণ উভয়ই কয়েকটি উদ্ভিদের উপরেই জীবনধারণের জন্য নির্ভরশীল। এক্ষেত্রে তাদের সমস্যা বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।
আমেরিকার ফ্ল্যাগস্টাফের উত্তর আরিজোনা বিশ্ববিদ্যালয়ের প্রধান গবেষক লোগান বার্নার জানইয়েছেন, অনেক গাছপালা জন্মাচ্ছে পাশাপাশি তুন্দ্রার বিশেষ ঘাস ও মসকে ছাপিয়ে গজিয়ে উঠছে ঝোপঝাড়। তাতে প্রকৃতপক্ষে ক্ষতির সম্মুখীন হতে পারে সাধারণ মানুষ।
সম্প্রতি নাসা জানিয়েছে গ্রিন হাউস গ্যাস এ ভাবে বাড়তে থাকে তবে ২১০০ সালের মধ্যে গ্রিনল্যান্ড এবং অ্যান্টার্কটিকার বরফ গলে সমুদ্রের জলস্তর ৩৮ সেন্টিমিটার পর্যন্ত বেড়ে যেতে পারে। এমনকি বিশ্বের সমুদ্রের জলস্তর এক তৃতীয়াংশ বেড়ে যেতে পারে। সমুদ্রের জলের উষ্ণতাও বাড়ছে যার ফলে হিমবাহগুলিও তাড়াতাড়ি গলে যাচ্ছে। এছাড়াও এই রকম জলবায়ু পরিবর্তনের কারণে তাপমাত্রা বাড়ছে তাতে পুরো পৃথিবীর আবহাওয়া বদলে যাচ্ছে।