খেলাক্রিকেট

পাকিস্তান সফরে অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের দুপুরের খাবার ডাল ও রুটি, ভারতীয় সর্মথকদের প্রশ্ন – ‘আপনি কি জেলে আছেন?

Advertisement

সম্প্রতি অস্ট্রেলিয়ান ক্রিকেটার মার্নাস লাবুসচেনের শেয়ার করা একটি ছবি সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয়েছে। দীর্ঘ দুই যুগ পর ক্রিকেট অস্ট্রেলিয়া পাকিস্তান সফরের সম্মতি জানিয়েছে। সেই মতে বর্তমানে পাকিস্তান সফরে রয়েছেন অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা। গত শনিবার থেকে পাকিস্তানের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচে মাঠে নেমেছে অস্ট্রেলিয়া। আপনাদের জানিয়ে রাখি, সিরিজের প্রথম ম্যাচে উভয় দলের চার শতাধিক রানের ইনিংসের সুবাদে ড্র হয়েছে। তবে সেই ম্যাচে বিশ্ব ক্রিকেট নিয়ামক সংস্থা পিসিবিকে তীব্র সমালোচনা করেছে। পিচ নিম্নমানের বলে আখ্যায়িত করতে দ্বিধাবোধ করেনি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল।

এদিকে গতকাল অস্ট্রেলিয়ান ক্রিকেটার মার্নাস লাবুসচেন সোশ্যাল মিডিয়ায় তাদের খাবারের ছবি শেয়ার করেছেন। টুইটারে শেয়ারকৃত সেই ছবি এখন সোশ্যাল মিডিয়ায় আলোচনার অন্যতম বিষয় হয়ে দাঁড়িয়েছে। খাবার হিসেবে অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের জন্য বরাদ্দ করা হয়েছে ডাল-রুটি। পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফ থেকে এই খাবার অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের জন্য বরাদ্দ করা হয়েছে। বিষয়টি সোশ্যাল মিডিয়ায় আসতেই জমকালো করে নিন্দা জানিয়েছেন ভারতীয় সর্মথকরা।

ক্রিকেটারদের জন্য শুধুমাত্র ডাল-রুটি, মনে হচ্ছে যেন জেলের কয়েদিদের জন্য খাবার পরিবেশন করেছে পাকিস্তান। ডাল এবং রুটি এশিয়ার বেশিরভাগ দেশের অন্যতম প্রধান খাদ্য হিসেবে বিবেচিত হলেও, কিভাবে আন্তর্জাতিক ক্রিকেটের আসরে এমন খাবার পরিবেশন করলো পাকিস্তান ক্রিকেট বোর্ড? বিষয়টি নিয়ে রীতিমতো ট্রোল করা শুরু করেছে ভারতীয় ক্রিকেটপ্রেমীরা।

গত শনিবার থেকে করাচি ন্যাশনাল স্টেডিয়ামে টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচ খেলতে পাকিস্তানের মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। প্রথমে ব্যাটিং করে এখনো পর্যন্ত অস্ট্রেলিয়া ৩ উইকেট হারিয়ে ২৫১ রান সংগ্রহ করেছে। ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন, দ্বিতীয় ম্যাচও ফলাফলহীন ভাবে শেষ হতে চলেছে।

Related Articles

Back to top button