Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Arijit Singh: গান থামিয়ে ধোনিকে প্রণাম করলেন অরিজিৎ সিং, গায়কের সৌজন্যতাবোধে মুগ্ধ নেটিজেনরা

Updated :  Saturday, April 1, 2023 10:54 AM

লক্ষাধিক দর্শকের সামনে মহেন্দ্র সিং ধোনির সাথে এমন কাজ করলেন বলিউডের জনপ্রিয় গায়ক অরিজিৎ সিং, যা হৃদয়ে জায়গা করে নিয়েছে কোটি কোটি ভারতবাসীর। গতকাল আইপিএলের ১৬ তম আসরের উদ্বোধন ম্যাচে শক্তিশালী গুজরাটের বিপক্ষে মাঠে নেমেছিল চারবারের শিরোপা জয়ী চেন্নাই সুপার কিংস। তবে উদ্বোধনী ম্যাচের পূর্বে এক ঝাঁক তারকা অভিনেতা-অভিনেত্রী এবং গায়কদের নিয়ে ঝলমলে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে আইপিএল কর্তৃপক্ষ।

সেই অনুষ্ঠানে দক্ষিণী অভিনেত্রী তামান্না ভাটিয়া, রশ্মিকা মান্দান্নার মতো অভিনেত্রীদের পাশাপাশি উপস্থিত ছিলেন ভারতের জনপ্রিয় কণ্ঠশিল্পী অরিজিৎ সিং। খেলা শুরু হওয়ার পূর্বে তিনি তার কণ্ঠ দিয়ে কোটি কোটি মানুষকে মুগ্ধ করতে ব্যস্ত ছিলেন। পাশাপাশি অভিনেত্রীরা তাদের মনমুগ্ধকর অভিনয়ে এবং ডান্সের মাধ্যমে আইপিএলের আসরে আলাদা উত্তেজনা সৃষ্টি করেছিলেন।

তবে যে ঘটনাটি বর্তমানে সোশ্যাল মিডিয়ায় তীব্রভাবে ভাইরাল হচ্ছে, সেটি আসলে খেলার কোন অংশ নয়। ফটোসেশনের সময় যখন মহেন্দ্র সিং ধোনি স্টেজে ওঠেন তখন নিজের কন্ঠ দিয়ে কোটি কোটি মানুষের মন জয় করতে ব্যস্ত ছিলেন অরিজিৎ সিং। তিনি মহেন্দ্র সিং ধোনিকে দেখা মাত্রই তার পায়ে হাত দিয়ে প্রণাম করেন। এক কিংবদন্তি শিল্পীর এমন নম্রতা মুগ্ধ করেছে গোটা ভারতবাসীর। অরিজিৎ সিংয়ের এমন সৌজন্যতা বোধ দেখে তার প্রশংসায় ভেসেছেন নেটিজেনদের একাংশ।

যদি খেলার কথা বলি, তবে গতকাল উদ্বোধনী ম্যাচে শক্তিশালী চেন্নাই সুপার কিংসকে ৫ উইকেটে হারিয়ে নিজেদের আইপিএল যাত্রা শুরু করেছে হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন গুজরাট। টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ওভারে ১৭৮ রান সংগ্রহ করতে সক্ষম হয় চেন্নাই সুপার কিংস। ১৭৯ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে রশিদ খানের বিধ্বংসী ইনিংসের সুবাদে ৫ বল বাকি থাকতে নিজেদের প্রথম জয় ছিনিয়ে নেয় গুজরাট।