বারুইপুর: বিজেপির দলীয় কার্যালয়ে গোষ্ঠীদ্বন্দ্ব এবং মহিলা মোর্চার নেত্রীদেরকে শ্লীলতাহানি করার অভিযোগে বারুইপুরে গ্রেফতার করা হয়েছে জেলার সাধারণ সম্পাদক স্বরূপ দত্তকে। বুধবার বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে তাঁকে। মহিলা মোর্চার পক্ষ থেকে মধুস্মিতা রায় নামে এক মহিলা কর্মী বারুইপুর থানায় জেলার সাধারণ সম্পাদক স্বরূপ দত্ত এবং মন্ডল সভাপতি দেবপম চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ করেন। এই অভিযোগের ভিত্তিতেই কার্যত বুধবার স্বরূপ দত্তকে গ্রেফতার করা হয়।
আজ, বৃহস্পতিবার বারুইপুর জেলার মহকুমা আদালতে তোলা হয় স্বরূপ দত্ত এবং দেবপম চট্টোপাধ্যায়কে। যদিও এই ঘটনা নিয়ে কার্যত ‘স্পিকটি নট’ জেলা বিজেপি নেতৃত্ব। জানা গিয়েছে , পার্টি অফিসের মধ্যেই জেলা সভাপতির সামনে কার্যত মারামারি শুরু হয়ে যায়। এমনকি মহিলাদের শ্লীলতাহানি করা হয়। শাড়ি টেনে খুলে দেওয়া হয় বলেও অভিযোগ উঠেছে। অবশেষে পুলিশের দ্বারস্থ হন মহিলা মোর্চার কর্মীরা। তার ফলেই গ্রেফতার করা হয় স্বরূপ দত্ত এবং দেবপম চট্টোপাধ্যায়কে।